logo

শনিবার, ২৩ জানুয়ারি ২০২১ | ৯ মাঘ, ১৪২৭

header-ad

শাকিবের নায়িকা দিঘী !

ফেমাস নিউজ ডেস্ক | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৪

দীর্ঘদিন পর আবার চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে দিঘীকে। প্রথমবারের মতো কোনো চলচ্চিত্রে নায়িকা হয়ে আসছেন দিঘী।

 

কিং খান খ্যাত নায়ক শাকিব খানের নায়িকা হিসেবে রুপালী পর্দায় হাজির হচ্ছেন তিনি। শাকিবের নায়িকা হিসেবে দিঘীর আত্মপ্রকাশের খবরে বেশ নাড়াচাড়া পড়ে গেছে ঢালিউড পাড়ায়।

 

এর আগে বেশ কিছু ছবিতে শিশু চরিত্রে অভিনয় করেছেন দিঘী। আর চাচ্চু ছবিতে শাকিব খানের ভাতিজি চরিত্রে অভিনয় করে শিশুশিল্পী হিসেবে দর্শকদের মন জয় করে নেন দিঘী। জানা গেছে শাকিব-দিঘী জুটির এই ছবির নাম “অশিক্ষিত ছেলে”।

 

উল্লেখ্য, দিঘীপ্রয়াত চিত্রনায়িকা দোয়েল ও চিত্রনায়ক সুব্রতের কন্যা। ২০০৫ সালে ‘কাবুলিওয়ালা’র মাধ্যমে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে দিঘির অভিষেক। এরপর প্রায় এক ডজনেরও বেশি চলচ্চিত্রে শিশুর ভূমিকায় অভিনয় করেছে সে। শিশুশিল্পী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেছে।