Untitled Document

'বেওয়াচ'র দ্বিতীয় ট্রেইলারে দাপুটে প্রিয়াঙ্কা (ভিডিও)

বিনোদন ডেস্ক | ১০ জানুয়ারি ২০১৭

'বেওয়াচ' ছবির মাধ্যমে হলিউডের বড় পর্দায় এন্ট্রি হয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার। ছবিটি নিয়ে প্রিয়াঙ্কা ভক্তদের উচ্ছ্বাশা ছিল আকাশচুম্বী। কিন্তু তাতে পানি ঢেলে দেয় ছবির প্রথম ট্রেইলার। দুই মিনিটের ওই ট্রেইলারে প্রিয়াঙ্কার উপস্থিতি ছিল মাত্র এক সেকেন্ডের।

অনেকে হলিউডের বড় পর্দায় প্রিয়াঙ্কার এমন অভিষেকের সিদ্ধান্তেরও সমালোচনা করেন। কিন্তু ছবিটির দ্বিতীয় ট্রেইলারের সেই সমালোচনা হয়তো কিছুটা হলেও কমবে। দ্বিতীয় ট্রেলারে বেশ দাপুটে মেজাজেই দেখা গেল প্রিয়াঙ্কাকে।

'বেওয়াচ' ছবিতে নাইট ক্লাবের মালকিন ভিক্টোরিয়া লিড্‌সের ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা। ছবিটিতে তার চরিত্রটি নেতিবাচক। ছবিটিতে আরও অভিনয় করেছেন দিয়ানে জনসন, জ্যাক অ্যাপ্রনসহ আরও অনেকে। ছবিটি মুক্তি পাচ্ছে চলতি বছরের মে মাসে।

ভিডিও...


সম্পর্কিত সংবাদএ বিভাগের সকল সংবাদ

সর্বশেষ

সর্বাধিক পঠিত

সকল সর্বশেষ    ফোন: ০২ ৯৩৬১৩৮৫, মোবাইল: ০১৯৫১ ১৩৩৯০৯, ০১৯৭৮ ৫২৬৬৬৬ । ই-মেইল: [email protected]