logo

সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৮ | ৬ ফাল্গুন, ১৪২৪

header-ad

নিস্পাপ মিষ্টি ছবিটিতে বিশ্রী নজর

বিনোদন ডেস্ক | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৭

সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন বলিউডের আরও এক অভিনেত্রী। কোনও কারণ ছাড়াই। একটা সাদামাটা নিস্পাপ ছবিকে কতটা কুত্‍‌সিত নজরে দেখা যায়, তা দেখিয়ে দিল একদল ভক্ত।

অস্ট্রেলিয়ার পর্যটনের দূত হিসেবে নিযুক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। সেই কারণেই বর্তমানে দ্বীপরাষ্ট্রের আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছেন এই অভিনেত্রী। দেশটাকে ভালো করে চেনার চেষ্টা চালাচ্ছেন। আর একে একে ছবি পোস্ট করছেন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে। সম্প্রতি একটি কোয়ালাকে কোলে নিয়ে তোলা ছবি পোস্ট করেছেন পরিণীতি। ক্যাপশনে লিখেছেন, 'ব্রিসবেনে ছুটি কাটাতে এসে এই ছোট্ট ফারের বলটাকে খুব প্রয়োজন ছিল। কোয়ালাকে আদর করতে ভুলবেন না।'

তবে, এই নিস্পাপ মিষ্টি ছবিটিকেও বিশ্রী নজরে দেখেছেন অনেকে। পোস্ট করেছেন নানা কুত্‍‌সিত কমেন্ট।

'ম্যাডাম, কোয়ালার হাতটা তো সরান', 'সৌভ্যবান কোয়ালা, ও আপনার বুক স্পর্শ করে রয়েছে' - এমন সব নোংরা মন্তব্য করতেও পিছপা হননি অনেকেই।

অনেকে তো আবার পরিণীতির বডি-শেমিং করতেও ছাড়েননি। 'ম্যাডাম, আপনি আগে আরও বেশি সুন্দরী ছিলেন', 'আপনার মুখটাও এটারই মতো লাগছে, ডায়েটিংটা এ বার বন্ধ করে দিন' - করা হয় এমন মন্তব্যও।

এর আগেও, গোলগাল চেহারা থেকে ছিপছিপে তন্বী হওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন পরিণীতি চোপড়া। -ইন্ডিয়া টাইমস


ফেমাসনিউজ২৪.কম/এসআর/এসএম