logo

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ | ১০ অগ্রহায়ণ, ১৪২৭

header-ad

নতুন উদ্যমে সিডি ভিশন

বিনোদন প্রতিবেদক | আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৭

নতুন উদ্যমে কাজ শুরু করেছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি ভিশন। দীর্ঘ সময় ধরে এই প্রতিষ্ঠানটি চলচ্চিত্র ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। এবার একইসঙ্গে তারা অডিও গানেও পৃষ্টপোষকতা শুরু করেছে।

এই প্রতিষ্ঠান থেকে আসছে নতুন বছরে কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, এফ এ সুমন, কাজী শুভ, লিজা, শাওন গানওয়ালা, গামছা পলাশ ও প্রত্যয় খানসহ একাধিক জনপ্রিয় শিল্পীর গানের অ্যালবাম প্রকাশিত হবে। এমনটাই জানিয়েছেন সিডি ভিশনের কর্ণধার মাহবুব আলম।

তিনি বলেন, আমি সব সময় নতুনত্বে বিশ্বাসী। আমি চাই আমাদের বাংলা গান আরো অনেকদূর এগিয়ে যাক। আমি প্রতিটি গান মিউজিক ভিডিওসহ প্রকাশ করছি। কারণ শ্রোতারা এখন গান শোনার পাশাপাশি দেখতেও চায়। আমি চলচ্চিত্রের গানের পাশাপাশি অডিও গান প্রকাশে আগ্রহী হয়েছি শুধু গানকে ভালোবাসার কারণে। আমি আশা করছি সকল শিল্পী, সুরকার ও গীতিকারদের সহযোগিতা পাবো আমার এই পথ চলায়।

ফেমাসনিউজ২৪/আরঅ্যা/আরইউ