logo

বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি ২০১৯ | ১১ মাঘ, ১৪২৫

header-ad

১৭ বছর পর ফিরলেন শমী কায়সার

বিনোদন ডেস্ক | আপডেট: ১২ জানুয়ারি ২০১৮

দেশের শোবিজ জগতের একসয়ের জনপ্রিয় মুখ। বিজ্ঞাপন, নাটকে সমানতালে জনপ্রিয়তার স্বাক্ষর রেখেছিলেন দীর্ঘসময় ধরে। তিনি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার।

মাঝে ব্যবসা-বাণিজ্য নিয়েই বেশি ব্যস্ত ছিলেন। যে কারণে অভিনয়ে পর্দায় আজকাল খুব একটা দেখা যায় না তাকে। তবে কায়সারভাক্তদের জন্য একটি সুখবর এসেছে। আর তা হলো- আবারও পর্দায় ফিরছেন শমী কায়সার। অভিনয় করতে যাচ্ছেন নতুন একটি ছবিতেও।

ছবির নাম ‘যুদ্ধশিশু’। ছবিটি দিয়ে ১৭ বছর পর সিনেমায় কাজ করতে যাচ্ছেন শমী।

এর আগে ২০০১ সালে চাষী নজরুল ইসলামের ‘হাছন রাজা’সিনেমায় কাজ করেছিলেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর লেকশোর হোটেলে ছবিটির শুভ মহরত অনুষ্ঠিত হয়। এখানেই ছবিটির পরিচালক শহিদুল হক খান নিশ্চিত করেন বিষয়টি।

তিনি বলেন, ‘শমী কায়সারের সঙ্গে কথা হয়েছে। তিনি ছবিটিতে কাজ করবেন বলে আমাকে নিশ্চিত করেছেন।’ কথাসাহিত্যিক মাসুদ হোসেনের উপন্যাস ‘রৌদ্রবেলা ও ঝরাফুল’অবলম্বনে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করবেন পপি, চম্পা, সোহেল রানা, নাদিম খানসহ অনেকেই।

নির্মাতা জানান, শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে দেশের বিভিন্ন অঞ্চলের মনোরম লোকেশনে। চলতি বছরেই সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।

ফেমাসনিউজ২৪/আরআই/আরবি