logo

বুধবার, ২৩ জানুয়ারি ২০১৯ | ৯ মাঘ, ১৪২৫

header-ad

দুবাইতে স্যুইমসুটে কেন মোনালিসা?

বিনোদন ডেস্ক | আপডেট: ২০ জানুয়ারি ২০১৮

তাদের বিয়েটা হয়েছিল বিগ বস-এর ঘরে। সেখানেই ভোজপুরী অভিনেত্রী মোনালিসাকে সিঁদুর পরিয়ে, মঙ্গলসূত্র পরিয়ে বিয়ে করেন তার দীর্ঘদিনের বন্ধু বিক্রান্ত। লোক দেখানোর জন্য এবং টিআরপির জন্যই বিগ বসের হাউজে বিয়ে সারেন মোনালিসা। সানাইয়ে সুর ওঠার পর এমনই দাবি করছিলেন সমালোচকরা। কিন্তু, সমস্ত জল্পনার অবসান করে অবশেষে প্রথম বিবাহ বার্ষিকী পালন করলেন মোনালিসা।

বিয়ের প্রথম জন্মদিনে দুবাইতে উড়ে যান মোনালিসা এবং বিক্রান্ত। সেখানেই সেলিব্রেট করেন তাদের প্রথম বিবাহ বার্ষিকী। কখনো দুবাইয়ের কোনো সমুদ্র সৈকতে আবার কখনও পুল-এ স্যুইমসুটে দেখা যায় মোনালিসাকে। তবে মোনালিসা এবং বিক্রান্ত যখন একই ফ্রেমে হাজির হয়ে পোজ দেন, তখনও আরো উজ্জ্বল হয়ে ওঠে তাদের ছবি।

প্রসঙ্গত, মোনালিস এবং বিক্রান্তই প্রথম জুটি নন, যারা বিগ বস হাউজে বিয়ে সারেন। এর আগে বিগ বসের হাউজে সাতপাক বাঁধা পড়েন সারা খান এবং আলি মার্চেন্টও।

ফেমাসনিউজ২৪/আরএ/আরইউ