logo

মঙ্গলবার, ২২ জানুয়ারি ২০১৯ | ৯ মাঘ, ১৪২৫

header-ad

সৃজিতের সঙ্গে প্রেমের গুঞ্জন! যা বললেন জয়া

বিনোদন প্রতিবেদক | আপডেট: ২১ জানুয়ারি ২০১৮

ওপার বাংলার ছবির কাজ অনেকদিন আগে শুরু করলেও ২০১৭ সালে টালিউডে দাপট একাই দেখিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'বিসর্জন' ছবি দিয়ে এবছরে একের পর এক পুরষ্কার জিতে নিয়েছেন তিনি। আর এই অভিনেত্রীকে নিয়ে টলি পাড়ায় গুঞ্জনের শেষ নেই।

শোনা যাচ্ছে ওপার বাংলার নির্মাতা সৃজিতের সঙ্গে জয়ার প্রেমের সম্পর্ক চলছে। দুই বাংলাতেই এ নিয়ে ব্যাপক আলোচনাও হচ্ছে।

সম্প্রতি কলকাতার একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে এ সৃজিতের সঙ্গে প্রেমের বিষয়ে মুখ খুলেছন জয়া আহসান।

সাক্ষাৎকারে জয়াকে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে প্রেমের বিষয়ে প্রশ্ন করা হয়। সৃজিতের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন কী সত্যি না মিথ্যা , তা নিয়ে প্রশ্ন করা হয়।

জবাবে জয়া সাফ জানিয়ে দেন, শিল্পী হিসাবে সৃজিতের সঙ্গে কাজ করতে চান তিনি। তবে সম্পর্কের বিষয়টা পুরোটাই গুজব।

এদিকে, ঢাকাতে তার এক বিশেষ বন্ধু রয়েছেন; এমন প্রশ্নে জয়া পুরো ব্যাপারটাতেই রাখঢাক করে এড়িয়ে যান। সেই বন্ধুর নাম জানতে চাওয়া হলেও , জয়া তাও জানাননি।

তবে বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুলে এদিন জয়া স্পষ্টই জানিয়ে দেন, আপাতত তিনি বিয়ে করছেন না। বাংলাদেশের এক ছবিতে প্রযোজনার কাজে তিনি যেমন ব্যস্ত, তেমনই কলকাতার শ্যুটিং-এর কাজের ফাঁকে তার নিঃশ্বাস ফেলার সময় নেই।

ফেমাসনিউজ২৪.কম/এসআর/এসএম