logo

বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮ | ৩ কার্তিক, ১৪২৫

header-ad

সালমানকে কেন অনুসরণ করছেন রাইমা!

বিনোদন ডেস্ক | আপডেট: ২২ জানুয়ারি ২০১৮

বন্ধু পাওলি দাম ইতিমধ্যে বিয়েটা সেরে ফেলেছেন। অন্যদিকে ছোট বোন রিয়াও গত বছরের শেষের দিকে বিয়ের পিঁড়িতে বসেছেন। এখন প্রশ্ন উঠছে বড় বোন রাইমা সেনের বিয়ে নিয়ে। রাইমা বিয়ে করবেন কবে- এ নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে নানা জল্পনা কল্পনা। কাছের মানুষরাও প্রতিনিয়ত এমন প্রশ্ন করছেন রাইমাকে। সবার প্রশ্নের জবাবে সম্প্রতি এক সাক্ষাৎকারে রাইমা জানালেন তার মনের কথা।

ভারতের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রাইমা বলেছেন, আপাতত অভিনয় এবং ছবির প্রোমোশন নিয়েই তিনি ব্যস্ত। বিয়ে নিয়ে ভাবছেন না। অদূর ভবিষ্যতেও এ নিয়ে তার কোনো চিন্তাভাবনা নেই। এ সময় তিনি বলিউডের সুপারষ্টার সালমান খানের প্রসঙ্গও টেনে আনেন।

তিনি বলেন, আমি তো সালমানের সঙ্গে প্রতিযোগিতা করছি। দেখা যাক কে জেতে, মুম্বাই না কলকাতা?

ভক্তকূলসহ পুরো ফিন্ম ইন্ড্রাষ্টি জানে বয়স ৫০ পেরোলেও বলিউড অভিনেতা সালমান খান নিজের বিয়ে নিয়ে এখনও খুব একটা আগ্রহী নন। দীর্ঘদিনের বান্ধবী ইউলিয়া ভানতুরের সঙ্গে বারবার বিয়ের জল্পনা ছড়ালেও প্রকাশ্যে তা নিয়ে মুখ খোলেননি বজরঙ্গি ভাইজান সালমান। আর এবার যেন সেই পথ অনুসরণ করলেন রাইমাও।

ফেমাসনিউজ২৪/আরএ/আরইউ