logo

মঙ্গলবার, ২২ মে ২০১৮ | ৮ জ্যৈষ্ঠ, ১৪২৫

header-ad

কপিলকাণ্ডে তোলপাড় ভারত, অপমানে লাল কোহলি!

বিনোদন ডেস্ক | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৮

কপিল শর্মার কাণ্ড দেখে রাগে ফুঁসছে ভারত। সোশ্যাল মিডিয়া তোলপাড় কমেডির বাদশা কপিল শর্মার কীর্তিতে।

বেসরকারি এক চ্যানেলে কপিল শর্মার নতুন শো খুব শিগগিরই আসছে। সেই শোয়ের প্রোমোই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন কপিল। পাশাপাশি ‘কমেডি কিং’ নিজের সোশ্যাল মিডিয়ায় একটি কুকুরের ছবি পোস্ট করেছিলেন।

নিচে ক্যাপশনে কপিল লিখেছিলেন, ‘আমার নতুন বন্ধু চিকুর সঙ্গে সাক্ষাৎ করুন।’ সমস্যার সূত্রপাত এখানেই।

ঘটনাচক্রে বিরাট কোহলির ডাকনামও চিকু! জেনে হোক বা না জেনে- বিরাট কোহলিকে অপমান করে ফেলেছেন তিনি। এতেই উত্তাল ভারত। এক টুইটার ব্যবহারকারী কপিলকে লেখেন, ‘আমার মতে বিরাট কোহলির ডাকনাম চিকু।’অন্য আরেকজন কপিলকে মনে করিয়ে দেন, ‘বিরাট কোহলির এটাই কিন্তু ডাকনাম।’অন্য একজন মজা করে লেখেন, ‘আপনারটাও কী গালি দেয়, আনুশকার মতো?’

বর্তমানে ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে রয়েছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার পেস সহায়ক উইকেটে টেস্টে বাজিমাত করার পরে ওয়ান ডেতেও তুখোড় মেজাজে কোহলি। চারটি ওয়ানডের মধ্যে শতরান দুটি, একটি অর্ধশতরান এবং অন্যটিতে অপরাজিত ছিলেন। এমন অবস্থায় বিরাটকে জেনেবুঝেই ‘অপমান’করলেন কিনা কপিল- সেই প্রশ্ন চলে আসছে।

সংশ্লিষ্ট ঘটনা মনে করে দিয়েছে শাহরুখ-আমিরের রেষারেষিকে। আমির একবার নিজের ব্লগে লিখেছিলেন, ‘আমাদের বাড়ির কেয়ারটেকারদের কুকুরের নাম শাহরুখ। যখন আমি বাড়ি কিনেছিলাম, সে কেয়ারটেকারদের সঙ্গে আমাদের বাড়িতে এসেছিল।’

ফেমাসনিউজ২৪/আরআই