logo

মঙ্গলবার, ২২ জানুয়ারি ২০১৯ | ৯ মাঘ, ১৪২৫

header-ad

নিউইয়র্কের হোটেলে কেন সোনাক্ষী-সালমান!

বিনোদন ডেস্ক   | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৮

ইউটিউব দুনিয়ায় আবার সাড়া ফেলে দিলেন সালমান খান। ফিরলেন ‘চুলবুল পান্ডে’ সঙ্গে তার ‘রাজ্জো’ সোনাক্ষী সিংহ। ব্যাপার কী?

‘ওয়েলকাম ট্যু নিউ ইয়র্ক’ ছবির জন্য একটা গান শুট করলেন সালমান আর সোনাক্ষী। পুরো গানটাই শুট হল নিউ ইয়র্কে। ভ্যালেন্টাইন ডে-র প্রাক্কালে  সাজিদ ওয়াজিদের সুরে সালমান আর সোনাক্ষীর ‘নয়না ফিসল গয়ি’আজকের প্রজন্মকে আচ্ছন্ন করে রাখছে সুরে সুরে।

নস্টালজিক সোনাক্ষীও। তিনি বলেছেন, ‘দাবাং আর দাবাং টু-এর পর সালমানের সঙ্গে এরকম রোম্যান্টিক দৃশ্য শুট করে খুব নস্টালজিক লাগছিল। এত সুন্দর গানটা এই ছবির একটা বড় আকর্ষণ হবে।’

পরিচালক চাকরি টোলেটি সালমান- সোনাক্ষীর কেমিস্ট্রি নিয়ে উচ্ছ্বসিত, এই জুটি পরদায় আগুন জ্বালিয়ে দিতে জানে। দুজনের আন্ডারস্ট্যান্ডিং এতটাই ভাল যে গানটা জাস্ট এক ঘন্টার মধ্যে শুট হয়ে গেল বললেন পরিচালক।

‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক’নিয়ে জল্পনা তুঙ্গে। এই প্রথম ছবিতে দ্বৈত ভূমিকায় কর্ণ জোহর। দুজন অল্পবয়সী ছেলে-মেয়ের জীবনে কিম্ভুতকিমাকার মজার ঘটনা নিয়ে এই ছবি। আগামী ২৩ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে।

ফেমাসনিউজ২৪/এসআর