logo

সোমবার, ১৯ মার্চ ২০১৮ | ৫ চৈত্র, ১৪২৪

header-ad

প্রিয়া প্রকাশের সেই ভিডিওতে এবার হিরো আলম (ভিডিওসহ)

বিনোদন প্রতিবেদক | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৮

প্রিয়া প্রকাশ ভারিয়ার। আপাতত মানুষের মুখে মুখে ঘুরছে এই অষ্টাদশীর নাম। মালয়ালম ছবি ‘ওরু আদার লাভ’-এর একটি গানের দৃশ্যে প্রেমিকের উদ্দেশে ভ্রু নাচিয়ে ও চোখ টিপে প্রিয়া মন জিতে নিয়েছেন সবার। পরে আরও একটি ভিডিওতে তাকে দেখা যায় অদৃশ্য বন্দুকের গুলিতে প্রেমিকের হৃদয় এফোঁড় ওফোঁড় করে দিতে।

প্রিয়ার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়ে গিয়েছে মজাদার ভিডিও বানানো। এবার দেখা গেল ‘ওরু আদার লাভ’-এ সেই বিখ্যাত দৃশ্যের আরও এক বাংলা ভার্সন।

স্যান্ডি সাহা ও হিরো আলম- এই দু’টো নামের সঙ্গে নেটিজেনদের পরিচয় করাতে হবে না নতুন করে। দু’জনেই রীতিমতো বিখ্যাত। প্রথম জন ওপার বাংলার। অন্যজন বাংলাদেশের।

প্রিয়া অভিনীত দৃশ্যের এক মজাদার রিমেক বানিয়েছেন তারা। রইল সেই ভাইরাল ভিডিও-

ফেমাসনিউজ২৪.কম/এসআর/এসএম