logo

বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯ | ৭ চৈত্র, ১৪২৫

header-ad

‘আমার ফোন নাম্বার পর্নো ইন্ডাস্ট্রিতে দিয়েছে সানি লিওন’

ফেমাসনিউজ ডেস্ক | আপডেট: ১২ মার্চ ২০১৮

 

সানি লিওনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ রাখী সবন্তের। বলিউডের এই বিতর্কিত ডিভার অভিযোগ, লস অ্যাঞ্জেলেসের পর্নো ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনকে তার নাম্বার দিয়েছেন মস্তিজাদে অভিনেত্রী। সেই লোকজনরা এখন রাখী সবন্তকে অ্যাডাল্ট সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়ে ফোন করছে।

একটি সংবাদমাধ্যমকে রাখী বলেছেন, বিদেশী অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন এখন তাকে ফোন করছে, মেসেজ করছে। তার ভিডিও এবং মেডিক্যাল সার্টিফিকেট পর্যন্ত চাইছে।

রাখী বলেছেন, ‘সানিই আমার ফোন নাম্বার অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিকে দিয়েছে। ওই লোকজনদের কাছ থেকে ফোন আসছে। আমার ভিডিও ও মেডিক্যাল সার্টিফিকেট চাইছে ওরা। ভালো পরিমাণ অর্থেরও প্রস্তাব আসছে। কিন্তু এ ধরনের কাজ করতে আমি আদৌ আগ্রহী নই।’

‘আমি মরে গেলেও ওই দুনিয়ায় পা রাখব না। আমি ভারতীয় মেয়ে এবং আমার মূল্যবোধ আমি জানি। যখন ওদের কাছে জানতে চাই যে, আমার নাম্বার ওরা কোথা থেকে পেয়েছে, তখন তারা সানি লিওনের নাম বলেছে’।

ফেমাসনিউজ২৪/এমজি