logo

শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯ | ৫ মাঘ, ১৪২৫

header-ad

মা-বাবার সঙ্গে থাকা নিয়ে অভিষেকের মন্তব্য

বিনোদন ডেস্ক | আপডেট: ২০ এপ্রিল ২০১৮

ভারতের মুম্বাইয়ে মা-বাবার সঙ্গে স্ত্রী-সন্তানসহ থাকার বিষয়টি নিয়ে টুইটারে এই ভক্তের প্রশ্নের মুখে পড়েছেন অমিতাভ-জয়ার পুত্র অভিষেক বচ্চন। সেই প্রশ্নের উত্তর দিতে মোটেও দেরি করেননি ‘দোস্তানা’-খ্যাত এই অভিনেতা।

১৮ এপ্রিল এক টুইটার ব্যবহারকারী অভিষেকের কাছে জানতে চান, মা-বাবার সঙ্গে থাকার কারণে তিনি ‘বিরক্তি-বোধ’ করেন কি না?

কিন্তু, এর খানিক পরেই বিগ বি-পুত্র উত্তরে জানান, তাদের সঙ্গে থাকতে পারাটা আমার জীবনের গর্বিত মুহূর্ত। যেমনটি আমাকে নিয়ে তাদের গর্ব রয়েছে। আপনি তেমনটি করে দেখেন- ভালো লাগবে।

এর আগে, এনবিসির টকশো ‘দ্য ডেভিড লেটারম্যান শো’-তে উপস্থাপক অভিষেকের স্ত্রী ও সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাইকে এমন প্রশ্ন করেছিলেন।

উত্তরে ‘মোহাব্বাতেন’ অভিনেত্রী বলেছিলেন, পরিবারের সঙ্গে থাকাটা ভারতীয় সংস্কৃতিতে স্বাভাবিক। আমরা মা-বাবার সঙ্গে নৈশভোজ করবো এর জন্যে আগে থেকে অনুমতি নিয়ে রাখতে হয় না।

এমন সপ্রতিভ উত্তরে বলিউডের এই শীর্ষ অভিনেত্রী বেশ প্রশংসা পেয়েছিলেন ভক্ত-দর্শকদের কাছে থেকে।

ফেমাসনিউজ২৪/আরআর/আরইউ