logo

মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮ | ৩০ শ্রাবণ, ১৪২৫

header-ad

শাকিবকে নিয়ে মানসীর ‘আফসোস’!

বিনোদন ডেস্ক | আপডেট: ২১ এপ্রিল ২০১৮

শাকিব খান ও শুভশ্রী অভিনীত ছবি 'চালবাজ' মুক্তি পেয়েছে ভারতে। এ ছবিতে ভারতের ছোটপর্দার ‘রানি’ মডেল-অভিনেত্রী মানসী সেনগুপ্ত খলনায়িকার চরিত্রে অভিনয় করেন। তাকে দেখা যায় টিভি সিরিয়াল ‘সাত ভাই চম্পা’র খল রানি শ্বেতাংশির ভূমিকায়।

জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এবং এসকে মুভিজ প্রযোজিত শাকিব খানের চালবাজ ছবিটি মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার।

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে মানসী বলেন, ‘খুব ভালো লেগেছে আমার এই ছবিতে কাজ করে। শাকিব খুব ভালো একজন মানুষ। আর এই ছবিটা আমার কাছে 'সামহাউ' খুব লাকি। এই ছবির পরই আমি বেশ কিছু ভালো কাজের অফার পেয়েছি। তাই খুবই স্পেশাল আমার কাছে। তাছাড়া আমার দাদার ভূমিকায় অভিনয় করেছে সাগ্নিকদা। আমাকে প্রচুর সাহায্য করেছে।’

তবে মানসীর একটাই আপসোস, কি সেটি? সেটি হলো- শাকিব খানের সঙ্গে এতদিন শুটিং করার পরও একটি সেলফি তোলা হয়নি!

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি