logo

মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮ | ৩০ শ্রাবণ, ১৪২৫

header-ad

‘সোহাগ চাঁদে’ ব্যাপক সাড়া (ভিডিও)

বিনোদন ডেস্ক | আপডেট: ২২ এপ্রিল ২০১৮

পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তি পাওয়া রূপঙ্কর ও সীমা খানের গাওয়া ‘সোহাগ চাঁদ’ অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে।

মিউজিক ভিডিওটির গান লিখেছেন কবির বকুল। এরই মধ্যে ৫ লাখের বেশিবার দেখা হয়েছে মিউজিক ভিডিওটি। গানটিতে মডেল হয়েছেন তানভীর ও নীলাঞ্জনা নীলা। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নুর হোসেন হীরা।

এ ব্যাপারে নির্মাতা হীরা বলেন, আমরা গানের কথার সঙ্গে মিল রেখেই ভিডিওতে একটি গল্প বলার চেষ্টা করেছি। শ্রোতা-দর্শক ভিডিওটি পছন্দ করছেন এটা সত্যি ভীষণ আনন্দের। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ‘সোহাগ চাঁদ’ মিউজিক ভিডিওটির উপদেষ্টা সৈয়দ আশিক রহমান।

তিনি বলেন, মিউজিক ভিডিওটি নিয়ে এর সঙ্গে যুক্ত সবাই খুব খুশি।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি