logo

শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯ | ৫ মাঘ, ১৪২৫

header-ad

আবারও ফিরেছেন সেই নায়িকা!

বিনোদন ডেস্ক | আপডেট: ২৩ এপ্রিল ২০১৮

'বিষে ভরা নাগিন' শাকিব খানের প্রথম ব্যবসাসফল চলচ্চিত্র। ছবির নায়িকা ছিলেন মুনমুন। জনপ্রিয় হয়ে ওঠা তাদের জুটিতে আরও প্রায় দেড় ডজন ছবি রয়েছে।

শাকিব খান এখন ঢালিউডের সবচেয়ে বড় তারকা। অন্যদিকে, তরুণ প্রজন্মের কাছে মুনমুন এক অচেনা নাম। কিন্তু আবারও তিনি ফিরছেন রুপালি পর্দায়। এ অভিনেত্রীকে দেখা যাবে ‘পদ্মার প্রেম’ ছবিতে। হারুন-উজ-জামান পরিচালিত আরেক আলোচিত অভিনেতা আলেকজান্ডার বো।

'পদ্মার প্রেম' ছবির প্রথম লটের শুটিং শেষ করেছেন মুনমুন। ছবিটি নিয়ে আশাবাদী এই অভিনেত্রী বলেন, প্রথম লটের কাজ দারুণ হয়েছে। এর আগেও হারুন ভাইয়ের 'ক্ষ্যাপা' ছবিতে আমি আর আলেক ভাই একসঙ্গে কাজ করেছি। হারুন ভাইয়ের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা চমৎকার। এক বছর আগে নতুন এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম।

১৯৯৫ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত লম্পট ছবির মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক মুনমুনের। এরপর প্রায় ৮৫টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।

অ্যাকশন ঘরানার ছবিতে অভিনয় করে আলোচিত মুনমুনের উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে টারজান কন্যা, বিষে ভরা নাগিন, রানী ডাকাত, মৃত্যুর মুখে, রাজা ও মরণ কামড় অন্যতম।

ফেমাসনিউজ২৪.কম/আরআ/আরবি