logo

শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯ | ৫ মাঘ, ১৪২৫

header-ad

কারস্টেন স্টুয়ার্টের জুতা প্রদর্শন!

বিনোদন ডেস্ক | আপডেট: ১৬ মে ২০১৮

গালিচার ঠিক মাঝেই এসে কেন জুতা খুলতে হলো? দশাসই একখানা বার্তা দিতে চেয়েছিলেন কারস্টেন স্টুয়ার্ট—আমার জুতা আমি খুলব, যখন খুশি...।

নাহ্, শর্ত আছে। আশপাশে শতাধিক ক্যামেরা থাকা চাই। তবেই না সত্যিকারের ‘জুতা দেখানো’ হলো। না হলে সবাই তো ধরে নেবে, কারস্টেন জুতা পরেই আসেননি।

কান-এ লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে চলমান নীরব অথচ সরব প্রতিবাদেরই অংশ ছিল এটা। অবশ্য উঁচু হিলের ওই লুবোটিনি জুতা পরে লাল গালিচাময় সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে বেকায়দায়ও পড়তে পারতেন। জুতা ইস্যুতে এমনিতে বরাবরই সরব

‘টোয়ালাইট’ খ্যাত এই অভিনেত্রী। বছরখানেক আগে হলিউড রিপোর্টারকে বলেছিলেন, ‘আপনি যদি কোনো পুরুষকে হিল পরতে বলতে না পারেন, তাহলে আমাকে বলতে পারেন না।’

তবে সমালোচকরা বলতে পারেন, আজকাল এই প্রতিবাদও রীতি হয়ে দাঁড়িয়েছে। কারণ ২০১৪ সালের গোল্ডেন গ্লোব পুরস্কার নিতে মঞ্চে ওঠার সময় এমা থম্পসনও বেশ নাটকীয় ভঙ্গিতে খুলে ফেলেছিলেন তাঁর উঁচু হিলের জুতা জোড়া।

ফেমাসনিউজ২৪/আরআর/আরইউ