logo

শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯ | ৫ মাঘ, ১৪২৫

header-ad

সত্য হচ্ছে গুঞ্জন, শ্রদ্ধাকেই বিয়ে করছেন প্রভাস!

বিনোদন ডেস্ক | আপডেট: ১৬ মে ২০১৮

গুঞ্জণ ভাসছিল প্রভাসের বিয়ে নিয়ে। আর সেই গুঞ্জনে এসেছিল নার্গাজুনের মেয়ে ও অনুশকা শেট্টির কথাও।

কিন্তু এবার যবে থেকে বাহুবলি প্রভাসের 'সাহো' ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শ্রদ্ধা কাপুর। তবে থেকেই ধীরে ধীরে দানা বাঁধছে আর কাউকেই নয়- শ্রদ্ধা কাপুরকেই বিয়ে করতে চলেছেন প্রভাস! আবারও সেই গুঞ্জনেই এবার বারুদ দিলেন খোদ শ্রদ্ধা কাপুরের বাবা শক্তি কাপুর। তবে সোজাসুজি নয়, হালকা করে ইশারা দিলেন শ্রদ্ধা কাপুরের বিয়ে নিয়ে।

সম্প্রতি এক অনুষ্ঠানে শক্তি কাপুর জানান, শ্রদ্ধা আপাতত ক্যারিয়ার নিয়েই বেশি ভাবছে। তবে বাবা হিসেবে মেয়ের বিয়ে নিয়ে একটু উৎসাহ তো থাকবেই। তবে আমি জীবনসঙ্গী বেছে নেয়ার ব্যাপারে শ্রদ্ধাকে পুরো স্বাধীনতা দিয়েছি। শ্রদ্ধা নিজের পছন্দের পুরুষকেই বেছে নিতে পারবে।

এর আগে, প্রভাসের সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয় 'সাহো'র শুটিং ফ্লোর থেকেই। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে করেননি নায়ক-নায়িকার কেউই!

 ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি