logo

বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি ২০১৯ | ৩ মাঘ, ১৪২৫

header-ad

তসলিমা নাসরিনকে এবার জবাব দিলেন সোনম

বিনোদন ডেস্ক | আপডেট: ১৬ মে ২০১৮

সোনম কাপুরের বিয়ে বলিউডের অন্যতম বড় ঘটনা। বিয়ে ঘিরে যেমন তারকার সমাহার হয়, তেমনই বিতর্কে ওঠে আসেন সোনম কাপুরও। সোনম বিয়ের পর নিজের পদবী কেন পরিবর্তন করলেন তা নিয়ে এর আগে প্রশ্ন তোলেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন। তসলিমা জানতে চান, কেন আনন্দ আহুজা নিজের পদবী পরিবর্তন করেননি? কেন সোনম পরিবর্তন করলেন নিজের পদবী?

সোনম জানিয়েছেন, আমি অনেকদিন ধরেই বাগদত্তা। তবে পদবী বদলের সিদ্ধান্ত নিতে আমার বেশ সময় লেগেছে। দিনের শেষে এটা আমার সিদ্ধান্ত।

কিছুদিন আগে, বিয়ের পর পরই সোনম নিজের সোশ্যাল মিডিয়া সাইটে তার নাম বদল করেন। 'সোনম কাপুর'-এর জায়গায় লেখা হয়, 'সোনম কে আহুজা'। আর সেই নিয়েই দানা বাঁধে বিতর্ক। সোনম এ নিয়ে জানান, যারা নারীবাদের সংজ্ঞা বুঝতে পারেন না, তারা অনলাইনে গিয়ে পড়ুন এটা নিয়ে। আপনারা কী করে জানছেন আনন্দ নিজের নাম পরিবর্তন করছে কিনা?

উল্লেখ্য, এক প্রসাধনী সংস্থার হয়ে সোনম এ মুহূর্তে রয়েছেন কান-এ। সেখানে তার ফ্যাশন মাতিয়ে দিয়েছে আসর।

প্রসঙ্গত, অনেকবার সাক্ষাৎকারে সোনম মহিলাদের প্রগতি নিয়ে মুখ খুলেছেন। সাম্প্রতিককালে তার 'বীরে দি ওয়েডিং' এর ট্রেলারেও দেখা গেছে, মহিলাদের স্বাধীন মানসিকতা নিয়ে সোনমকে কথা বলতে। আর সেই প্রেক্ষাপট থেকেই সোনমের পদবী বিতর্কে নিয়ে সোচ্চার হন অনেকে।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম