logo

শনিবার, ১৮ আগস্ট ২০১৮ | ৩ ভাদ্র, ১৪২৫

header-ad

সাদা শাড়িতে বৌদির ঘুম হারাম করা নাচ!

বিনোদন ডেস্ক | আপডেট: ২১ মে ২০১৮

উমা নন, ঝুমা বৌদি এবার ঠাকুরপোদের হৃদয়ে ঝড় তুলতে হাজির হয়েছেন। বলাই যায়, ঠাকুরপোদের ঘুম কেড়ে নিবেন তিনি! ইতিমধ্যেই দেওরদের মনও জয় করে নিয়েছেন। তবে এবার হোলির গান ও নাচে ঠাকুরপোদের হৃদয়ে নতুন করে রঙ লাগাচ্ছেন মোনালিসা।

হলির গানে 'দুপুর ঠাকুরপো-২'র একটি বিশেষ গানে সাদা শাড়িতে আবেদনময়ী হিসাবে ধরা দিয়েছেন বিগবস-১০-এর প্রতিযোগী মোনালিসা। তার সাজে রয়েছে বাঙালি শাঁখা পলাও। রয়েছে সিঁদুর, চুরি, মাথায় বাঁধা ফুলের মালা।
গানটিতে এক্কেবারে পারফেক্ট বাঙালি বৌদি। ঝুমা বৌদির চারপাশেই ঘোরাফেরা করতে দেখা যায় তার ঠাকুরপোদের। গানের একটি জায়গায় দেওরদের সঙ্গে নাচতেও দেখা যায় ঝুমা বৌদিকে।

তবে এই প্রথম নয়, এর আগেও 'দুপুর ঠাকুরপো-২এর তুমি কোথায় গানে হাজির হয়েছিলেন ঝুমা বৌদি ওরফে মোনালিসা। যার আসল নাম অন্তরা বিশ্বাস।

দুপুর ঠাকুরপোদের মোনালিসা ছাড়াও দেওরদের চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রজিৎ মজুমদার, অপ্রতীম চট্টোপাধ্যায়, সৌমেন্দ্র ভট্টাচার্য, কার্তিকে ত্রিপাঠি, তৌফিক আহমেদসহ অন্যান্যরা।


ফেমাসনিউজ২৪.কম/জেডআর/এফআর