logo

সোমবার, ২৭ মে ২০১৯ | ১৩ জ্যৈষ্ঠ, ১৪২৬

header-ad

দীপিকার বাড়িতে ভয়াবহ আগুন

বিনোদন ডেস্ক | আপডেট: ১৩ জুন ২০১৮

আগুন লাগল দীপিকা পাড়ুকোনের বাড়িতে। ভারতের মুম্বাইয়ের ওরলিতে একটি বিলাসবহুল আবাসনে থাকেন দীপিকা পাড়ুকোন। আজ বুধবার দুপুর ২টার দিকে সেই আবাসনের ৩২ তলায় আগুল লাগে বলে খবর পাওয়া যায়।

বিশাল মাপের আবাসন হওয়ায় এখানে বাসিন্দার সংখ্যাও অনেক। আগুন মুহূর্তে ছড়িয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয়। সেই সময় ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

পুলিশ জানিয়েছে, এ আবাসনেই থাকেন বলিউড সেলেব দীপিকা পাড়ুকোন। এখানেই তার অফিস। ২৭ তলায় থাকেন দীপিকা। যদিও খবর পাওয়া গেছে, এখন মুম্বাইয়ে নেই তিনি।

আপাতত শ্যুটিংয়ের কাজে দেশের বাইরের রয়েছেন। আবাসন থেকে ৯০টি পরিবারকে পুলিশ নিরাপদে বাইরে বের করে এনেছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে দমকল এবং পুলিশকর্মীরা রয়েছেন। আগুন নেভানোর কাজ চলছে। জানা গেছে, বুধবার আচমকাই বহুতলের ৩৪ তলায় আগুন ধরে যায়। দু’‌টি তলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে দমকলের ছয়টি ইউনিট এবং বিশাল আকারের জলের ট্যাঙ্কার এনে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালানো হচ্ছে। আগুন আর কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে বলে জানা গেছে।

তবে কী কারণে এ আগুন লাগে তা এখনও জানা যায়নি। জুনের গোড়ার দিকে দক্ষিণ মুম্বাইয়ের আয়কর দপ্তরেও আগুন লেগেছিল। যদিও এ ঘটনায় কেউ আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম