logo

শুক্রবার, ২২ ফেব্রুয়ারি ২০১৯ | ৯ ফাল্গুন, ১৪২৫

header-ad

নাচের ভিডিও পোস্ট, দুনিয়াজুড়ে তোলপাড়! (ভিডিও)

বিনোদন ডেস্ক | আপডেট: ০৯ জুলাই ২০১৮

মায়েদেহ হোজাবরি, ওই তরুণী তার শয়নকক্ষে বেশ সানন্দে শরীর দুলিয়ে নাচ করছিলেন। ওই নাচের একটি ভিডিও ক্লিপ আবার ইনস্টাগ্রামে পোস্টও করেন। এর পর থেকেই শুরু হয় বিপত্তি। শুরু হয় ব্যাপক ক্ষোভ।

অবশেষে ওই তরুণীকে গ্রেফতার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুধু ওই তরুণীই নয়, ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করায় ওই তরুণীসহ বেশ কয়েকজন নাগরিককেও আটক করা হয়েছে। আর হোজাবরির আইডি সম্পর্কে রিপোর্ট করার পর সেটি বন্ধও করে দেয়া হয়েছে। ইনস্টাগ্রামে তার প্রায় ছয় লাখ ফলোয়ার রয়েছে।

তাকে আটকের পর তার ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তার অ্যাকাউন্ট স্থগিত করে দেয়ার পরও সবার কাছে সেই ভিডিও পৌঁছে যায়।

তবে হোসেন রোনাগি নামের এক ব্লগার বলেন, নাচের জন্য ১৭-১৮ বছরের তরুণীকে গ্রেফতারের কথা শুনলে বিশ্বের যে কেউ হাসবে!

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেছে, এক তরুণী, যার ছবি অস্পষ্ট করে দেয়া, কাঁদছেন ও কেঁপে কেঁপে উঠছেন। তিনি নিজের ভিডিও পোস্ট করার উদ্দেশ্য ব্যাখা করেছেন।

তিনি বলেন, এটা মনোযোগ আকর্ষণের জন্য পোস্ট করিনি। আমার কিছু ফলোয়ার রয়েছে। তাদের জন্য দিয়েছি। অন্যদের একই কাজে উৎসাহিত করার ইচ্ছা আমার নেই।

তিনি বলেন, আমি কোনো দলের সঙ্গে কাজ করি না। কোনো প্রশিক্ষণও গ্রহণ করিনি। কিন্তু আমি নিয়মিত জিম করি। তবে তিনি নিজের নৈতিক স্খলনের কথা স্বীকার করেন।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি