logo

বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯ | ৯ ফাল্গুন, ১৪২৫

header-ad

এবার এই সুন্দরীর বায়োপিক, চিনে রাখুন দ্রুত!

বিনোদন ডেস্ক | আপডেট: ১০ জুলাই ২০১৮

বলিউডজুড়ে এখন বায়োপিকের ঝড়। একের পর এক বায়োপিক আসছে বলিউডে।

এর আগে একাধিক বায়োপিক তৈরি হলেও আপাতত এই ট্রেন্ডে মশগুল পরিচালকরা। 'সঞ্জু' থেকে 'প্যাডম্যান'- ছবিগুলো যেভাবে বক্স অফিসে সাফল্য পেয়েছে, তারপর আরও বেড়েছে বায়োপিক তৈরির প্রবণতা।

এবার স্বর্ণযুগের রূপসী অভিনেত্রী মধুবালার জীবনীও আসতে চলেছে সত্তর এমএম এর পর্দায়। মধুবালার বোন মধুর ব্রিজ ভূষণ জানিয়েছেন, তিনি মধুবালার বায়োপিক তৈরিতে আগ্রহী। তবে কোন পরিচালক এই ছবিতে থাকছেন, তা নির্দিষ্ট না হওয়া পর্যন্ত তিনি এ বিষয়ে মুখ খুলতে রাজি নন।

আগামী বছরের মধ্যে বিষয়টি নিয়ে পাকাপাকি সিদ্ধান্তের দিকে হাঁটতে চলেছেন মধু।

জানা যায়, মধুবালার জীবনের নানা অধ্যায় নিয়ে ছবি তৈরি হবে। ছবিতে মধুবালার সঙ্গে দিলীপ কুমারের সঙ্গে সম্পর্ক থেকে কিশোর কুমারের সঙ্গে মধুবালার বিয়ের পর্বটিও তুলে ধরা হবে। তবে সম্ভ্রমের সঙ্গে গোটা বিষয়টি সেলুলয়েড বন্দি হবে বলে জানানো হয়েছে।

'মুঘল-এ আজম', 'চলতি কা নাম গাড়ি', ' মিস্টার অ্যান্ড মিসে ৫৫' ইত্যাদি নামি ছবিতে মধুবালা অভিনয় করেন। তবে দিলীপ কুমারের সঙ্গে 'মুঘল-এ আজম' ছবিটি এদের মধ্যে সবচেয়ে বেশি খ্যাত। আপাতত অভিনেত্রীর জীবন ঘিরে কোন কোন অধ্যায় সেলুলয়েড বন্দি হয়, সেদিকে নজর সবার।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি