
কিন্তু এরই মধ্যে প্রিয়াঙ্কার সঙ্গে নিক জোনাসের প্রেম নিয়ে বোমা ফাটালেন হলিউডের দ্য 'রক' খ্যাত অভিনেতা ডোয়াইন জনসন।
তাদের নিয়ে গুঞ্জন উঠতেই পারে, কেননা দশ বছরের ছোট নিক জোনাসের সাথে বেশ উচ্ছ্বল সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। শুধু তাই নয় তাঁদের মধ্যে এখন গভীর প্রেম। আর এই প্রণয় খুব শিগগির গড়াতে যাচ্ছে পরিণয়ে।
রক দু'জনের সম্পর্ক নিয়ে বলতে গিয়ে বলেন, প্রিয়াঙ্কা ও নিকের প্রেমের সম্পর্ক আমিই করিয়ে দিয়েছি। তাদের সম্পর্ক যদি ভালো যায় তাহলে এর ক্রেডিট আমাকেই নিতে হবে।
কীভাবে সম্পর্ক করালেন জনসন? খুব সহজ একটা তথ্য হলো 'বেওয়াচ' ও 'জুমানজি : ওয়েলকাম টু দ্য জাঙ্গাল' একসাথে কাজ করেছেন ডোয়াইন জনসন, প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।
আর এই সময়টাতেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে বলে দাবি করেছেন রক।
ফেমাসনিউজ২৪.কম/জেডআর/এমআর