logo

শুক্রবার, ২২ মার্চ ২০১৯ | ৭ চৈত্র, ১৪২৫

header-ad

ধর্ষণ বিতর্কের মধ্যেই মিঠুন পুত্রের বিয়ে!

বিনোদন ডেস্ক | আপডেট: ১০ জুলাই ২০১৮

বিয়ে করলেন মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয়। আজ মঙ্গলবার দীর্ঘ দিনের বান্ধবী মাদালসা শর্মার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়লেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় মহাক্ষয়ের বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে। এরপরই এ বিয়ে নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে নানা গুঞ্জন। কেননা মিঠুন পুত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।

বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল চলতি বছরের ৭ জুলাই নাকি বিয়ে করবেন মহাক্ষয় ওরফে মিমো। কিন্তু তার আগেই বড়সড় বিতর্কের মুখে পড়েন মিঠুনের বড় ছেলে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন এক তরুণী।

সেই অভিযোগের ভিত্তিতে দিল্লির রোহিণী আদালতে মিমোর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয়। ইন্ডিয়া টুডে-র প্রকাশিত খবর অনুযায়ী, আদালতের নির্দেশেই এফআইআর দায়ের হয়েছিল। যদিও এ বিষয়ে মিঠুন চক্রবর্তী ও তার পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। শোনা গিয়েছিল, বিয়ে বাতিল হয়ে গিয়েছিল মহাক্ষয়ের।

তবে বলিউড সূত্রে জানা গেছে, বিয়ে নাকি সে দিন মোটেই বাতিল হয়নি। রেজিস্ট্রি হয়ে গিয়েছিল। বিয়ের বিভিন্ন অনুষ্ঠানও পালন হয়েছে। শুধু অতিথি তালিকা ছোট করা হয়েছিল।

ফেমাসনিউজ২৪.কম/জেডআর/এমআর