logo

শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ | ৪ ফাল্গুন, ১৪২৫

header-ad

অনুষ্ঠানেই হাউমাউ করে কেঁদে ফেললেন এই নায়িকা! (ভিডিও)

| আপডেট: ২০ জুলাই ২০১৮

আজ শুক্রবার মুক্তি পাচ্ছে প্রয়াত বলিউড সুপারস্টার শ্রীদেবীর মেয়ে জাহ্নবি কাপুরের প্রথম ছবি ‘ধড়ক’।

ক্যারিয়ারের প্রথম ছবি মুক্তির সময়ে এতটুকু হাসি ফোটেনি নতুন এই নায়িকার মুখে। এমন মুহূর্তে মা শ্রীদেবীর অভাব বোধ করছিলেন এ স্টার কিড। বিশেষ করে কন্যার এ ডেব্যু ছবি নিয়ে শ্রীদেবীর উৎসাহ ছিল সবচেয়ে বেশি। অথচ তিনি আজ নেই।

জানা যায় গতকাল বৃহস্পতিবার মুম্বাইয়ে যশরাজ ফিল্ম স্টুডিওতে ‘ধড়ক’ছবিটির একটি বিশেষ প্রিমিয়ার শোয়ের ব্যবস্থা করা হয়।

সেখানে বাবা বনি কাপুর মেয়ে জাহ্নবিকে জড়িয়ে ধরতেই উপস্থিত সবার সামনেই অঝোরে কেঁদে ফেলেন জাহ্নবি।

প্রিমিয়ার শো’তে এ দিন জাহ্নবিকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন বলিউডের প্রথমসারির প্রায় সব তারকাই। রেখা, মাধুরী দীক্ষিত, কারিশমা কাপুর, করণ জোহর, সোহা আলি খান, সোনাক্ষীসহ একঝাঁক তারকা। তারা বেদনাপ্লুত জাহ্নবিকে সান্ত্বনা দেন।

প্রসঙ্গত, ধড়ক ছবিটি মারাঠি রোমান্টিক ছবি ‘সাইরাত’-এর রিমেক। ছবিতে জাহ্নবির বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেতা শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টর।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি