logo

সোমবার, ২২ এপ্রিল ২০১৯ | ৯ বৈশাখ, ১৪২৬

header-ad

যে ব্যবসায় নামলেন চিত্রনায়িকা অপু!

বিনোদন ডেস্ক | আপডেট: ১৪ আগস্ট ২০১৮

সম্প্রতি একটি মিউজিক ভিডিওর ইউটিউব চ্যানেল লঞ্চিং অনুষ্ঠানে দেখা যায় অপু বিশ্বাসকে। এবার তাকে দেখা গেল একটি বিউটি পার্লার উদ্বোধনী অনুষ্ঠানে।

সিনেমায় ব্যস্ততা কমে যাওয়ায় অন্যান্য কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এখন নিয়মিত তাকে দেখা যাচ্ছে স্টেজ শো, টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান উদ্বোধনের অতিথি হিসেবে।

গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে একটি বিউটি পার্লারের উদ্বোধন করেন আলোচিত এই চিত্রনায়িকা।

উদ্বোধন অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, আমি খুবই আনন্দিত, এই প্রতিষ্ঠান যাত্রা শুরুটা আমার হাতে হলো। প্রতিষ্ঠানটির সঙ্গে যারা জড়িত, আমি তাদের অভিনন্দন জানাই। তাদের শুরুটাতেই আমাকে আমন্ত্রণ জানানোয় আমিও কৃতজ্ঞ।

এদিকে অপু বিশ্বাসের হাতে রয়েছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ নামের একটি ছবি। এই ছবির শুটিং আশি শতাংশ শেষ। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ ছবিতে অপুর বিপরীতে রয়েছেন নায়ক বাপ্পী চৌধুরী।

এ ছাড়া অপু বিশ্বাস ‘ওপারে চন্দ্রাবতী’ নামের আরেক ছবির মহরত করলেও ওই ছবির শুটিং শুরু হয়নি। গত ঈদে মুক্তি পায় অপু অভিনিত ‘পাঙ্কু জামাই’ ছবিটি।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি