logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯ | ৫ বৈশাখ, ১৪২৬

header-ad

গণেশ পূজায় প্রকাশ্যে আদর, সানির ভিডিও ঘিরে তোলপাড়!

বিনোদন ডেস্ক | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮

কয়েকদিন আগে মুম্বাইয়ে এক একর জমির ওপর একটি বিশাল বাড়ি কিনেছেন সানি লিওন ও ড্যানিয়েল।

আর সেই বাড়িতেই গণপতি গণেশের একটি মূর্তি প্রতিষ্ঠা করা হয়। আর গণেশ চতুর্থী পালন করতে গিয়ে মজার এক কাণ্ড ঘটিয়েছেন সানি লিওন-ড্যানিয়েল।

ভারতের বিভিন্ন অংশে মহাসমারোহে পালিত হয় গণেশ চতুর্থী। এ উৎসব ঘিরে দেশজুড়ে চলে ধুমধাম আর জাঁকজমক নানা অনুষ্ঠান। তবে এই পূঁজার নিয়মকানুন কিছুই জানেন না এক সময়ের পর্নো তারকা সানি লিওন।

তাই নিজস্ব ঢঙে গণেশ উৎসব পালন করলেন সানি লিওন ও ড্যানিয়েল। সানি লিওনকে কোলে তুলে চুমু খেলেন ড্যানিয়েল। আর সেই ভিডিও আবার টুইটারেও পোস্ট করেন বলিডিভা সানি লিওন নিজেই!

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি