logo

সোমবার, ২২ এপ্রিল ২০১৯ | ৯ বৈশাখ, ১৪২৬

header-ad

একদিনেই দেখে ফেললেন ৩ কোটি ৪০ লাখ মানুষ

বিনোদন ডেস্ক | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮

টিজার মুক্তি পেয়েছে। ২৪ ঘণ্টাও কাটেনি। তার মধ্যেই প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষ দেখে ফেললেন রজনীকান্তের নতুন সিনেমা ২.‌০–এর টিজার। সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা যাবে তামিল সুপারস্টার রজনীকান্ত, বলিউড তারকা অক্ষয় কুমার এবং অভিনেত্রী অ্যামি জ্যাকসনকে।

এটি রজনীকান্তের আরেক সুপারহিট সিনেমা ‘‌রোবট’–এর সিক্যুয়েল। সিনেমার পরিচালক শংকর। সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছে ৫০০ কোটি টাকা। ২.‌০–এর প্রযোজনা সংস্থা লাই‌কা ফাউন্ডেশন জানিয়েছে, গত ১৩ সেপ্টেম্বর সিনেমাটির টিজার মুক্তি পায়।

এরই মধ্যে ইউটিউবে টিজারটি দেখেছেন ২ কোটি ৪৮ লাখ মানুষ। ফেসবুক এবং টুইটারে দেখেছেন যথাক্রমে ৪১ লাখ এবং ৩৫ লাখ মানু্ষ। এর জন্য সবাইকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। সিনেমাটি মুক্তি পাচ্ছে চলতি বছরের ২৯ নভেম্বর।

মনে করা হচ্ছে, সিনেমায় ব্যবহৃত ভিএফএক্স টক্কর দিতে পারে যেকোনও হলিউড সিনেমাকে। শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, সিনেমার টিজার মুক্তি পেয়েছে তামিলনাড়ুর বিভিন্ন সিনেমা হলেও। ২ ডি এবং ৩ ডি–তে সিনেমাটি মুক্তি পেতে চলেছে। এরই মধ্যে দর্শকদের মধ্যে যথেষ্ট সাড়া পড়ে গেছে সিনেমাটি নিয়ে।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম