logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯ | ৬ বৈশাখ, ১৪২৬

header-ad

নায়িকার পোশাক খোলার অভিযোগে তোলপাড়!

বিনোদন ডেস্ক | আপডেট: ১৪ অক্টোবর ২০১৮

সাজিদ খানের বিরুদ্ধে ফের অভিযোগ আনলেন আরও এক বলিউড অভিনেত্রী৷

সাবেক বিগ বস প্রতিযোগী মন্দনা করিমি জানিয়েছেন সাজিদ তাকে পোশাক খুলতে বলেছিলেন৷ ফিল্ম সংক্রান্ত সাধারণ এক মিটিংয়ে মন্দনার সঙ্গে এমন আচরণ করেছিলেন পরিচালক সাজিদ খান৷

২০১৪ সালে ‘হামশকলস’ ছবির জন্য কাস্টিং করছিলেন সাজিদ৷ সেই সময় ছবির এক চরিত্রের জন্য সাজিদের সঙ্গে কথা বলতে যান মন্দনা৷ অভিনেত্রীর দাবি, চরিত্র নিয়ে তেমন কথাই বলেননি সাজিদ৷ বরং মন্দনার পোর্টফোলিও দেখে তার সামনে স্ট্রিপ করতে বলেছিলেন পরিচালক৷

মন্দনা জানিয়েছেন, প্রযোজক বিষু ভগনানির সঙ্গে মিটিংয়ের পর আমি সাজিদের রুমে যাই৷ সেখানে তিনি আমায় বলেছিলেন যে আমার ছবিগুলো বেশ ভালোই। কিন্তু তার মনে হয়েছিল আমার আরও রিভিল করা উচিত৷ উনি সরাসরি আমায় পোশাক খুলতে বলেন৷

আর এও বলেন, উনি যা দেখতে চাইছেন তা যদি আমি দেখাই তাহলে ছবির চরিত্রটি আমি পেয়ে যাব৷ ভীষণভাবে অপ্রস্তুত হয়ে গেলেও আমি ব্যাপারটা হেসে উড়িয়ে দিই৷

এ ছাড়াও মন্দনা, ‘ক্যায়া কুল হ্যায় হাম’র পরিচালক উমেশ ঘারগের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ জানিয়েছেন৷ নায়িকার দাবি, পরিচালক তার সঙ্গে ডেটে যেতে বললে বারণ করে দেন অভিনেত্রী৷

সেই রোষের জেরেই মন্দনাকে বারবার শ্যুটিং ফ্লোরে হেনস্তা করেছেন৷ প্রসঙ্গত, অসংখ্য মহিলার হেনস্থায় অভিযুক্ত পরিচালক সাজিদ খান৷ সাজিদের সাবেক অ্যাসিট্যান্ট ডিরেক্টর সালোনী চোপড়ার পর তার বিরুদ্ধে যৌন হেনস্তার গুরুতর অভিযোগ এনেছেন দুই মহিলা৷ এদের মধ্যে একজন অভিনেত্রী এবং অন্যজন সাংবাদিক৷ দুজনেই টুইটারে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরে৷
যার জেরে সাজিদের পরিচালনার আগামী ছবি ‘হাউজফুল ৪’র শ্যুটিং বন্ধ করে দেন অক্ষয় কুমার৷ অন্যদিকে এষা গুপ্তাও ছবিটি থেকে পিছিয়ে আসেন৷ নানা পাটেকারও নিজের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে ছবিটি থেকে সরে দাঁড়ান৷ সাজিদ খান নিজেও ছবিটির পরিচালনার দায়িত্ব থেকে সরে যান৷

সাজিদের দিদি ফারাহ টুইটে লিখেছেন, আমার এবং আমার পরিবারের কাছে বিষয়টা অত্যন্ত দুঃখজনক৷ এখন যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তা আমাদের জন্য খুবই কঠিন৷ যদি আমার ভাই এ ব্যবহার করে থাকে তাহলে ওকে সাজা পেতে হবেই৷

এ ধরনের অভব্য আচরণ কোনো মতেই সহ্য করব না৷ তা সে যে কোনো মহিলাই হোক না কেন৷ আমি তাদের পাশে রয়েছি৷