logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯ | ১২ বৈশাখ, ১৪২৬

header-ad

রাস্তায় জ্যাম, অভিনেত্রীর বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক | আপডেট: ১৬ অক্টোবর ২০১৮

রাস্তায় জ্যামে আটকে থাকার অভিযোগ এনে নব্বই দশকের পর্দা কাঁপানো বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক আইনজীবী। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল সোমবার ওই আইনজীবী বিহারের মোজাফফরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাভিনা ট্যান্ডন এবং প্রণব কুমার ও উমেশ সিংয়ের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

জানা গেছে, গত ১২ অক্টোবর একটি হোটেলের উদ্বোধন করতে গিয়েছিলেন রাভিনা। হোটেলটির মালিক অভিযুক্ত প্রণব কুমার ও উমেশ সিং।

ওই আইনজীবী অভিযোগ করেছেন, অনুষ্ঠানের কারণে ট্র্যাফিক বিঘ্নিত হয় এবং তাকে বেশ কিছুক্ষণ রাস্তায় জ্যামে আটকে থাকতে হয়েছে।

আগামী ২ নভেম্বর এ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে।

দীর্ঘদিন ধরেই রাভিনা ট্যান্ডন পর্দায় নেই। সোশ্যাল মিডিয়াতেও খুব একটা নিয়মিত নন। তবে ভক্তদের হৃদয়ে সেই আগের রাভিনাই রয়ে গেছেন। তার গ্ল্যামার আর অভিনয়ে মেতেছিল দশর্ক ও ভক্তরা। রোম্যান্টিক হোক কিংবা আইটেম নাম্বার, সব রূপেই ধরা দিয়েছিলেন আবেদনময়ী এ অভিনেত্রী। ‘তু চিজ বড়ি হে মাস্ত মাস্ত’ এখনো ভক্তদের মুখে মুখে শোনা যায়।

৪৩ বছর বয়সে এসেও বিয়ের প্রস্তাব পান অভিনেত্রী রাভিনা। ২০০৫ সালে ব্যবসায়ী অনিল থাডবাণীকে বিয়ে করেন রাভিনা ট্যান্ডন।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম