logo

সোমবার, ১৯ নভেম্বর ২০১৮ | ৫ অগ্রহায়ণ, ১৪২৫

header-ad

প্রিয় কুকুরের মৃত্যুতে মনোবল হারালেন সালমান!

বিনোদন ডেস্ক | আপডেট: ২০ অক্টোবর ২০১৮

প্রিয় কুকুরকে হারিয়ে একদম ভেঙে পড়েছেন বলিউডের ভাইজান সালমান খান!বৃহস্পতিবার রাতে সালমানের প্রিয় পোষ্য নিয়াপলিটান ম্যাস্টিফ প্রজাতির ‘মাই লাভ’ কুকুরটির মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে আবেগপ্রবণ হয়ে পড়েন নায়ক। ইনস্টাগ্রামে পোষ্যের ছবি শেয়ার করে সালমান লেখেন, “আমার ভালবাসা আজ চলে গেল। সৃষ্টিকর্তা ওর আত্মাকে শান্তি দিক।’’

সালমান নিজেই টুইটারে তাঁর ভক্তদের মাই লাভ-এর মৃত্যুর কথা জানিয়েছেন। নায়কের কাছে নানা প্রজাতির কুকুর রয়েছে। মাই লাভ সেই পরিবারের একজন সদস্য ছিল।

পোষ্যদের প্রতি তাঁর ভালবাসার ছবি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। মাই লাভ ছাড়াও মাই জান ও মাই সন নামে সালমানের আরও দুই পোষ্য ছিল। ওই দুই পোষ্য আগেই মারা গেছে। তখনও সালমান খুব ভেঙে পড়েছিলেন। এবার তাঁর আর এক ভালোবাসা চলে যাওয়ায় বেশ মর্মাহত হয়েছেন নায়ক।

ফেমাসনিউজ২৪/কেআর/এস