logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯ | ১২ বৈশাখ, ১৪২৬

header-ad

'আমার বাবার জন্য দোয়া করবেন' (ভিডিও)

বিনোদন ডেস্ক | আপডেট: ২০ অক্টোবর ২০১৮

আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজোয়ার আইয়ুব বলেন, আমার একটাই চাওয়া আপনারা দোয়া করবেন আমার বাবার জন্য তিনি যেন বেহেশত নসিব হন। তাকে নিয়ে আপনাদের কোন ক্ষোভ থাকলে মাফ করে দিবেন। তার জন্য দোয়া করবেন, এটাই আমার চাওয়া। শুধু দোয়া।

চট্টগ্রামে আহনাফের নানাবাড়ি মাদারবাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন।

এ সময় আহনাফ আরো বলেন, সে হয়ত মনে করছে, আপনাদের জন্য তিনি সর্বোচ্চ দিতে পারেনি। কিন্তু তিনি আপনাদের অফুরন্ত ভালবাসা দিয়েছেন। তিনি অনেক করেছেন। আপনাদের কাছে শেষ কথা আপনারা দোয়া করবেন আমার বাবার জন্য।

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর স্কয়ার হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

২০১২ সালের ২৭ নভেম্বর বাচ্চু ফুসফুসে পানি জমার কারণে এর আগেও ঢাকার স্কয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন। সেখানে চিকিৎসা গ্রহণের পর তিনি সুস্থ হন।

২০১৪ সালের ১৩ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 'টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৪'-এর উদ্বোধনী অনুষ্ঠানে 'বিসিবি সেলিব্রেশন কনসার্ট'-এ অনুষ্ঠানে গান পরিবেশন নিয়ে মাইলস ব্যান্ডের হামিন আহমেদের সাথে বাচ্চুর বিরোধ সৃষ্টি হয়। এই দ্বন্দ্বের সূত্রে বাচ্চু ও তার ব্যান্ড এল আর বি বাংলাদেশ ব্যান্ড মিউজিক্যাল অ্যাসোসিয়েশনের (বামবা) সদস্যপদ প্রত্যাহার করে।

ফেমাসনিউজ২৪/ এজে/এস