logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯ | ১২ বৈশাখ, ১৪২৬

header-ad

ক্যাটরিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আমিরের! (ভিডিও)

বিনোদন ডেস্ক | আপডেট: ০৭ নভেম্বর ২০১৮

‘ধুম থ্রি’র পর ‘থাগস অব হিন্দুস্থানে’ আমির খান-ক্যাটরিনা কাইফ জুটি বেঁধেছেন। ছবিতে ক্যাটরিনা যেভাবে নেচেছেন তাতে মুগ্ধ হয়েছেন খান সাহেব।

আগামীকাল ৮ নভেম্বর ‘থাগস অব হিন্দুস্থান’ ছবিটি মুক্তি পাবে। এর আগে সহশিল্পীদের নিয়ে কথা বলেন মিস্টার পারফেকশনিস্ট।

আমির বলেন, ‘ক্যাটরিনা তো এলিয়েন! ওকে তো আমার এ গ্রহের মনেই হয় না। ‘সুরাইয়া’ গানে ক্যাটরিনা যেভাবে নেচেছে আমার পক্ষে কোনোদিন সম্ভব ছিল না। ভাগ্যিস, গানটায় আমার কোনও বিশেষ স্টেপ নেই।’

তিনি বলেন, ‘প্রভুদেবা যেভাবে স্টেপগুলো কোরিওগ্রাফ করেছে, আমি ভেবেছিলাম ক্যাটরিনা সেটা করতে পারবে না। কিন্তু সে খুবই কঠোর পরিশ্রমই।’

এ ছবিতেই প্রথমবারের মতো অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করলেন আমির। অমিতাভকে নিয়ে আমির বলেন, ‘আমি অমিতজিকে দেখে বিস্মিত! যতভাবে তার কাছ থেকে শেখা যায়, তার চেষ্টা করেছি। অমিতজির সবচেয়ে বড় গুণ হলো পারফেকশন।’

আমির বলেন, ‘প্রত্যেকটা দৃশ্যের আগে তিনি অনবরত নিজের লাইন মনে মনে বলতে থাকেন। ফাইনাল টেকের ঠিক আগে আমার সঙ্গে লাইন রিহার্স করতেন। স্টান্টগুলো আমাদের দুজনের কাছেই চ্যালেঞ্জ ছিল। কিন্তু অমিতজি এই বয়সে যেভাবে স্টান্ট করেছেন ভাবা যায় না! অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে একবার কাঁধ থেকে হাত পর্যন্ত অসাড় হয়ে গিয়েছিল।’

ছবির আরেক অভিনেত্রী ফাতিমা সানা শেখকে নিয়ে আমির বলেন, ‘ফ্যাটির (ফতিমাকে এই নামেই ডাকেন) এটা দ্বিতীয় ছবি। খুব পরিশ্রম করেছে। স্টান্টের জন্য ট্রেনিং নিতে হয়েছে। আশা করছি, ওর কাজ দর্শকের ভালো লাগবে।’

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি