logo

রবিবার, ২৬ মে ২০১৯ | ১২ জ্যৈষ্ঠ, ১৪২৬

header-ad

যেন মেনেই নিতে পারছেন না ক্যাটরিনা

বিনোদন ডেস্ক | আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮

বলিউডে বিয়ের মৌসুম। তারই মধ্যে পুরনো বিচ্ছেদের কথা ফিরে এলে যেন মনটা ভারাক্রান্ত হওয়ারই কথা। কিন্তু ক্যাটরিনা কাইফ যেন অন্য ধাতুতে গড়া। একটি আন্তর্জাতিক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ক্যাটরিনাকে রণবীর কাপুরের সঙ্গে পুরনো সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এই সম্পর্কটা ভেঙে গেছে, এটাকে আমি আশীর্বাদের মতোই দেখছি।'

একসময় বলিউডের অন্যতম আলোচনার বিষয় ছিল রণবীর-ক্যাটরিনার সম্পর্ক। ঋষিপুত্রের সেই সম্পর্ক নিয়ে মা নীতু সিং খুশি ছিলেন না বলেও খবর হয়েছে একাধিকবার। কিন্তু সেসময় যেন প্রেমে ভাসছিলেন দুজনে। দীপিকার সঙ্গে সম্পর্ক ভেঙে ক্যাটরিনাকে কাছে টেনেছিলেন রণবীর। যা নিয়ে দুই নায়িকার বিবাদও চরমে পৌঁছেছিল। এমনকী দীপিকা নিজের বিয়েতেও ক্যাটরিনাকে নিমন্ত্রণ করতে চাননি বলে গুজব উঠেছিল নানা মহলে।

অবশেষে আমন্ত্রণপত্র যায় তাঁর কাছে। পুরনো কথা ভুলে দীপিকা-রণবীর সিংয়ের রিসেপশনে হাজিরও হন ক্যাট। কিন্তু আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে থাকা রণবীর কাপুরকে তিনি যেন আর মেনেই নিতে পারছেন না!

ওই সাক্ষাৎকারেই ক্যাটরিনা আরও বলেন, 'সেটাই আমার জীবনে প্রথমবার, যখন আমি নিজের প্রতি মনোযোগী ছিলাম। আর যখন আপনি নিজের প্রতি মনোযোগ দেবেন, তখন অনেকসময়ই আপনার মনে হবে আপনি নিজেকে ঠিকভাবে জানেন না। আমার জীবনে ওই সময়টাও ওইরকমই ঘটেছিল। আর তা ছিল ভীষণই অস্বস্তিকর। একটা ঘোরের মধ্যে ঘটনাগুলি যেন নিজের মতো করেই ঘটে গিয়েছিল।' তবে পুরনো কোনও বিষয় নিয়েই তাঁর আক্ষেপ নেই বলে জানিয়েছেন ক্যাটরিনা। তাঁর কথায়, 'আবেগ বিষয়টিই আমার কাছে নিরর্থক।'

ফেমাসনিউজ২৪/এফএম/এমএম