logo

বুধবার, ১৯ জুন ২০১৯ | ৫ আষাঢ়, ১৪২৬

header-ad

যে কথাটি আজও ভুলতে পারেননি ঐশ্বরিয়া!

বিনোদন ডেস্ক | আপডেট: ১০ জানুয়ারি ২০১৯

২০১৪ সালে ঘটনার সূত্রপাত। যখন করণ জোহরের 'কফি উইথ করণ' অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে এসেছিলেন ইমরান খান। ইমরানকে সেই সময় প্রশ্ন করা হয় ঐশ্বরিয়া প্রসঙ্গে। ঐশ্বরিয়ার সৌন্দর্যকে 'ভুয়ো ও প্লাস্টিক' বলে মন্তব্য করেন ইমরান। ঘটনার পর বহুকাল কেটে গেলেও আজও সেই মন্তব্য ভুলতে পারেননি ঐশ্বরিয়া।

তার জেরেই নাকি তিনি ইমরানের সঙ্গে 'বাদশাহো' ছবিতে অভিনয় করেননি। সাম্প্রতিক এক ইন্টারভিউয়ে ঐশ্বরিয়া এ নিয়ে মুখ খুলেন। তাকে প্রশ্ন করা হয় সবচেয়ে খারাপ মন্তব্য তিনি এযাবৎকালে কোনটি শুনেছেন?

যার উত্তরে ঐশ্বরিয়া স্পষ্ট জানিয়ে দেন, ইমরানের বিতর্কিত মন্তব্যটির কথা। ওই মন্তব্য ঘিরে রীতিমত অস্বস্তিতে রয়েছেন ইমরানও। বিষয়টি নিয়ে তিনি অন্য এক সাক্ষাৎকারে জানান, কারোর ভাবমূর্তি নষ্ট করতে তিনি এমন কথা বলেননি। খানিকটা মস্করার সুরেই তিনি এ কথা বলেছেন।

পাশাপাশি ইমরান জানান, কখনও ঐশ্বরিয়ার সঙ্গে দেখা করলে তিনি ক্ষমা চেয়ে নেবেন।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম