logo

রবিবার, ২৪ জানুয়ারি ২০২১ | ১০ মাঘ, ১৪২৭

header-ad

অমিতাভের ছবি দেখে এ কী করলেন রেখা

বিনোদন ডেস্ক | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৯

প্রথমে গভীর প্রেম পরে ঘৃণায় বিচ্ছিন্নতা অর্থাৎ 'লাভ এন্ড হেট রিলেশনশিপ' যাকে বলা হয় তেমন উদাহরণ বলিউডে কয়েকটি রয়েছে।

তম্মধ্যে অন্যতম বলি শাহেনশাহ অমিতাভ বচ্চন এবং উমরাওজান রেখার সম্পর্ক। অমিতাভ বচ্চন এবং রেখা এখনও একে অপরের মুখোমুখি হলে দ্রুত সড়ে পড়েন। গত সোমবার এক ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠানে হাজির হন বলি অভিনেত্রী রেখা।

ডাবু রত্নানির ওই ক্যালেন্ডারে ছিল সব বলি সেলিব্রেটির ছবি। সেখানে স্থান পেয়েছিলেন অমিতাভ বচ্চনও। ওসব ক্যালেন্ডার প্রচ্ছদের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে থাকেন রেখা। আচমকাই অমিতাভ বচ্চনের ছবির ওপর রেখার চোখ পড়লে মুহূর্তেই সেখান থেকে ছিটকে সড়ে যান তিনি।

অমিতাভের ছবির সঙ্গে রেখার এমন প্রতিক্রিয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল।সত্তরের দশকে একাধিক ব্যবসাসফল ছবির তারকা জুটি অমিতাভ-রেখা। সেসময় বাস্তব জীবনে বিবাহিত অমিতাভের সঙ্গে রেখার প্রেমের খবর ছড়িয়ে পড়লে তোলপাড় হয় বলিউডসহ বিভিন্ন গণমাধ্যম।

১৯৮১ সালের ত্রিভুজ প্রেমের ছবি ‘সিলসিলা’ পর আর কোনো ছবিতেই অমিতাভ-রেখা জুটিকে দেখা যায়নি। এরপর ৩৩ বছর তারা কখনও কুশল বিনিময়ও করেন নি। ২০১৪ সালে মুম্বাইয়ের এক অনুষ্ঠানে স্ত্রী জয়সহ প্রথম একে অপরকে অভিনন্দন জানাতে দেখা যায়।

তারপর আবার শুরু হয় নিরবতা। তবে রেখার সঙ্গে অমিতাভের সম্পর্ক যেমনই হোক, পুত্রবধূ ঐশ্বরিয়া বচ্চন রেখাকে 'রেখা মা' বলে সম্বোধন করেন।

ফেমাসনিউজ ২৪/এসএ/কেআর