logo

শনিবার, ২৩ জানুয়ারি ২০২১ | ১০ মাঘ, ১৪২৭

header-ad

‘মৃত্যুর খুব কাছ থেকে বেঁচে ফিরলাম’

বিনোদন ডেস্ক | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৯

অল্পের জন্য মুত্যুর হাত থেকে রক্ষা পেলেন অভিনেত্রী শানারেই দেবী শানু। আজ শনিবার সকালে ঢাকা থেকে মানিকগঞ্জ যাওয়ার সময় সাভারের আমিনবাজার এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দেন শানু। স্ট্যাটাসে তিনি লেখেন-‘সকালটা শুরু হলো দুর্ঘটনা দিয়ে। এই মাত্র বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলাম। ঈশ্বরকে ধন্যবাদ।’

এ বিষয়ে শানুর সঙ্গে যোগাযোগ করা হলে অনলাইনকে শানু বলেন, শুটিং করতে শুটিংয়ের মাইক্রোবাস করে মানিকগঞ্জ যাচ্ছিলাম। সকাল সকালেই রওয়ানা হই। চারপাশে কুয়াশাও ছিল। আমিন বাজারের কাছাকাছি যাওয়া মাত্রই একটু সকালই ছিল। কুয়াশাও ছিল। আমিনবাজার দিয়ে যাওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক পেছন থেকে আমাদের মাইক্রোবাসকে ধাক্কা দেয়।’

তিনি আরও লেখেন-‘গাড়ি রাস্তার পাশে খাদে পড়ে যাওয়ার উপক্রম হয়। শেষ পর্যন্ত ড্রাইভার কোনো রকমে গাড়িটি নিয়ন্ত্রণ করেন। এ সময় আমাদের সামনে থাকা আরেকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এমন সময় আশপাশের মানুষজন ছুটে আসেন। তারা মাইক্রো থেকে আমাদের বের করেন। অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলাম।’

এদিকে ইতোমধ্যে শানুর মাইক্রোতে ধাক্কা দেয়া ট্রাক আর ট্রাকের ড্রাইভারকে আটক করা হয়েছে।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি