logo

শনিবার, ২৩ জানুয়ারি ২০২১ | ৯ মাঘ, ১৪২৭

header-ad

ক্যাটরিনার পোস্টে যা লিখ‌লেন দীপিকা

বিনোদন ডেস্ক | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৯

ক্যাটরিনা কাইফ সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে অভিনেত্রীকে খুব স্লো মোশনে লাল রঙের পোশাকে দেখা যাচ্ছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘লাল রঙের ছোঁয়ায় সপ্তাহ শেষ করতে চলেছি।''

দেখে মনে হচ্ছে ছবিটি কোনো ফটোশুটে তোলা হয়েছে। সেই ছবিতে মন্তব্য করেছেন দীপিকা পাড়ুকোন। তেত্রিশ বছরের দীপিকা ক্যাটরিনার এ ছবিটি দেখে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছেন যে, তিনি লিখেছেন, ‘‘এখনই বন্ধ করো।''

আর তার সঙ্গে একটি হৃদয়ঘটিত ইমোটিকনও পোস্ট করেছেন। দীপিকা ছাড়াও সেই ছবিতে কমেন্ট করেছেন বরুণ ধাওয়ান। এরই মধ্যে ক্যাটরিনার ছবিটি দশ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে।

শুধু সেলিব্রিটিরাই নন, ক্যাটরিনার ভক্তকুলও ছবিটি দেখে কার্যত ক্লিন বোল্ড। এক ভক্ত লিখেছেন, ‘‘ক্যাটরিনা তোমাকে অসাধারণ দেখাচ্ছে'' আর একজন লিখেছেন, ‘‘উষ্ণ লাল''।

গত বছর নভেম্বর মাসে দীপিকা পাড়ুকোন এবং রণভীর সিংয়ের বিয়ে হয়। তারা নিজেদের রিসেপশন অনুষ্ঠানে ক্যাটরিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ক্যাটরিনা কাইফকে কয়েকদিন আগেই কফি উইথ করণ'-এর একটি এপিসোডে দেখা গেছে।

সেখানে তিনি বলেছিলেন, এ বিয়ে নিয়ে তিনি খুবই ‘উত্তেজিত' এবং ‘নিমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন'।

ক্যাটরিনা বলেছিলেন, ‘‘আমি বিয়ে বাড়িতে যেতে খুবই ভালোবাসি। সুন্দর পোশাক পরে যেতে আমার ভালো লাগে। তবে অনেকে আমাকে নিমন্ত্রণ করেন না সেটা আলাদা বিষয়। আমি কিন্তু সব সময় ভাবি- এবার নিমন্ত্রণ পাব।''

আপাতত ক্যাটরিনা আলি আব্বাস জাফরের ‘ভারত' সিনেমার শুটিংয়ে ব্যস্ত। সেখানে রয়েছেন সালমান খানও। কোরিয়ান ড্রামা ‘অ্যান ওড টু মাই ফাদার'-এর ভারতীয় সংস্করণ ‘ভারত' সিনেমাটি। সম্ভবত এ বছর ইদের সময় ‘ভারত' মুক্তি পাবে।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম