
মান্নার স্ত্রী শেলী মান্না শাশুড়ির মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ২০ বছর আগে আমার শ্বশুর মারা যান। ১১ বছর হলো মান্নাকে হারিয়েছি আমরা। গতকাল রাতে আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর সময় শাশুড়ির পাশে থাকা ভাগ্যে ছিল না বলে আফসোস করেন শেলী।
তিনি বলেন, অনেক ভালো মনের মানুষ ছিলেন আমার শাশুড়ি। আফসোস লাগছে তার সঙ্গে শেষবারের মতো দেখা হলো না।
ছেলের আকস্মিক মৃত্যুর পর শোকে ১১ বছর পার করেছিলেন হাসিনা ইসলাম। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে জনপ্রিয় নায়ক মান্নার মৃত্যু হয়।
আজ সোমবার মান্নার মা হাসিনা বেগমকে টাঙ্গাইলের এলেঙ্গায় ছেলের সমাধির পাশে সমাহিত করা হবে।
ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি