
গান সম্পর্কে জানাতে গিয়ে শিল্পী ফাহমিদা নবী বলেন, সুজন হাজংয়ের গানের কথা চমৎকার। এ গানটি পূর্ণাঙ্গ প্রেমের গান। গানের কথা ও সুরে এক ধরনের হাহাকার আছে। পাশাপাশি নতুনভাবে বাঁচার স্বপ্নও আছে। গানটি গেয়ে আমার ভালো লেগেছে।
গীতিকার সুজন হাজং বলেন, প্রেমে ভাঙ্গন ধরলেই যে সব কিছু শেষ হয়ে যাবে তা নয়। নতুন করে বাঁচার অনেক রসদ রয়েছে এই পৃথিবীতে। গানের কথায় আমি তেমনটি বলতে চেয়েছি। আর সেটা দারুণভাবে কণ্ঠে তুলেছেন প্রিয় ফাহমিদা নবী। আশা করছি এই ভালোবাসা দিবসে সব প্রেমিক-প্রেমিকাদের কাছে গানটি প্রিয় হয়ে উঠবে।
ফেমাসনিউজ ২৪/এসএ/কেআ