
জানা গেছে, অভিযুক্ত বালাকৃষ্ণ (৫১) পেশায় স্বল্পদৈর্ঘ্যের সিনেমার পরিচালক এবং প্রযোজক। খুন হওয়া মহিলার নাম সন্ধ্যা (৩৫)। পুলিশি জেরায় নিজের দোষ স্বীকার করে নিয়েছেন ওই ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর, বিগত বেশ কয়েকদিন ধরে ওই মহিলা নিখোঁজ ছিলেন। বিভিন্ন জায়গায় খোঁজ করলেও হদিশ মেলেনি। পরে শহরের একাধিক ডাস্টবিনে তার দেহের অংশগুলি দেখতে পাওয়া যায়। এরপর নিখোঁজ মহিলাদের যে যে অভিযোগ জমা পড়েছিল, সেগুলি খতিয়ে দেখা হয়।
এরপর দেহের টুকরোগুলি শনাক্ত করে পুলিশ। সন্দেহ হওয়ায় সন্ধ্যার স্বামী বালাকৃষ্ণণকে ডেকে জেরা করা হয়। জেরার মুখেই নিজের দোষ স্বীকার করেন ওই ব্যক্তি।
তিনি জানান, স্ত্রীর অন্য কারোর সঙ্গে সম্পর্ক রয়েছে। তাই তাকে খুন করে প্রমাণ ঘায়েব করতে তার দেহ টুকরো টুকরো করে শহরের বিভিন্ন ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন তিনি।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম