logo

টিভিতে ভ্যালেন্টাইন

দেশব্যাপী নানা আয়োজনে ১৪ ফ্রেব্রুয়ারি পালিত হবে ভালোবাসা দিবস। এ দিনটিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রচার করে উদযাপনের প্রস্তুতি নিচ্ছে দেশীয় টিভি চ্যানেলগুলো। ভালোবাসা দিবসে এটিএন বাংলায় বেলা ২টা ৪০ মিনিটে প্রচার হবে বাংলায় ডাবিংকৃত ছবি ‘টাইটানিক’।


সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ফাগুন অডিও ভিশনের প্রযোজনায় নির্মিত অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। রাত ৮টা ৩০ মিনিট থেকে ক্লোজআপ কাছে আসার গল্প নিয়ে পর্যায়ক্রমে তিনটি নাটক। এছাড়া রাত ১১টায় রয়েছে বাংলা ছায়াছবি। আরটিভিতে রাত ৮টায় প্রচার হবে নাটক ‘কথা দেয়া আছে’।

মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এতে অভিনয় করেছেন তাহসান ও নুসরাত ইমরোজ তিশা। রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে নাটক ‘ভালোবাসা এমনও হয়’। রাশেদা আক্তার লাজুকের পরিচালনায় এতে অভিনয় করেছেন জোভান, মেহজাবিন প্রমুখ।

রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘ময়ূরি শক দেয়’। সাজ্জাদ সুমনের পরিচালনায় এতে অভিনয় করেছেন আফরান নিশো ও তানজিন তিশা। এছাড়া রাত ১১টা ২০ মিনিটে ভালোবাসা দিবস উপলক্ষে লাইভ মিউজিক্যাল অনুষ্ঠান প্রচার হবে। এনটিভিতে রয়েছে ক্লোজআপ কাছে আসার গল্প থেকে নির্মিত ৩ নাটক। এছাড়া রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘অচেনা আলো’।


অনন্য ইমনের পরিচালনায় এতে অভিনয় করেছেন জোভান, তানজিন তিশা, সাবেরী আলম প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘ভালোবাসাবাসি’। তুহিন হোসেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন নাঈম, মৌরী সেলিম প্রমুখ। এ

ছাড়া জুয়েল আইচ ও মঈনুল আহসান সাবের দম্পতির অংশ গ্রহণে রয়েছে একটি আড্ডানুষ্ঠান। বাংলাভিশনে ভালোবাসা দিবসে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে প্রবীর রায়ের পরিচালনায় প্রচার হবে নাটক ‘ফ্রেমে বন্দি ভালোবাসা’। এতে অভিনয় করবেন মেহজাবিন, জোভান প্রমুখ।

রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ক্লোজআপ কাছে আসার গল্পের ৩ নাটক। রাত ১১টা ২০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘প্রথম প্রেম’। মুশফিক কল্লোলের পরিচালনায় এতে অভিনয় করেছেন মিথিলা, মনোজ প্রামাণিক প্রমুখ। 

ফেমাসনিউজ ২৪/এসএ/কেআর

#####|||||#####টিভিতে ভ্যালেন্টাইন Valentine on TV#####|||||#####ছাড়া জুয়েল আইচ ও মঈনুল আহসান সাবের দম্পতির অংশ গ্রহণে রয়েছে একটি আড্ডানুষ্ঠান। বাংলাভিশনে ভালোবাসা দিবসে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে প্রবীর রায়ের পরিচালনায় প্রচার হবে নাটক ‘ফ্রেমে বন্দি ভালোবাসা’। এতে অভিনয় করবেন মেহজাবিন, জোভান প্রমুখ। রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ক্লোজআপ কাছে আসার গল্পের ৩ নাটক। রাত ১১টা ২০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘প্রথম প্রেম’। মুশফিক কল্লোলের পরিচালনায় এতে অভিনয় করেছেন মিথিলা, মনোজ প্রামাণিক প্রমুখ।