
'অরু আদার লাভ' নামে মালয়লাম ছবির একটি গানে এই চুমুর দৃশ্যে অভিনয় করেন প্রিয়া। ছবিটি মুক্তি পাচ্ছে ভালোবাসা দিবসে। গত বুধবার ছবিটির ওই ভিডিও প্রকাশ করে নির্মাতা।
ভিডিওটি ইউটিউবে আসার পর তোলপাড় শুরু হয়। সবাই হুমড়ি খেয়ে পড়েন এটি দেখার জন্য।
ছোট পর্দার প্রিয়া এখন পুরোদস্তুর বড় পর্দার অভিনেত্রী। ভ্রু কাঁপানোর ছোট্ট একটি ভিডিও দিয়ে আলোচনায় আসার পর আর তাকে পিছু তাকাতে হয়নি। একের পর এক ছবিতে তাকে কাস্ট করা হচ্ছে।
চুমুর ভিডিওটি প্রকাশের ১২ ঘণ্টার মধ্যেই ৪ লাখ ৬০ হাজার বারের বেশি দেখা হয়েছে। তবে ভিডিওটি প্রশংসিত হওয়ার পাশাপাশি সমালোচিতও হচ্ছে। ফেসবুক-ইউটিউবে ভিডিওটি দেখে প্রিয়াকে নিয়ে ট্রলও করা হচ্ছে।
সমালোচকদের দাবি, এমন আবেগঘন দৃশ্যে প্রিয়ার মুখে কোনো অভিব্যক্তিই ছিল না। সে অভিনেত্রী হওয়ার যোগ্যতাই রাখে না। এ দৃশ্যটিকে অনেকে বিরক্তিকর বলে আখ্যা দিয়েছেন।
ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি