logo

বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১ | ৮ মাঘ, ১৪২৭

header-ad

গুগলে ঠিকানা পেয়ে অভিনেতার বাড়িতে ঢুকে কারাগারে ভক্ত

বিনোদন ডেস্ক | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৯

তার প্রিয় অভিনেতা অক্ষয় কুমার। নেট ঘেঁটে গুগলের সাহায্যে প্রিয় অভিনেতার বাড়ির ঠিকানাও যান। ব্যাস হরিয়ানা থেকে সোজা মুম্বাই চলে আসেন ভক্ত।

কিন্তু অক্ষয়ের সঙ্গে দেখা করা আর হল না তার। উল্টো চলে গেলেন কারাগারে। গত সোমবার এমন কাণ্ড ঘটিয়েছেন হরিয়ানার বাসিন্দা অঙ্কিত গোস্বামী। এরই মধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। অন্যের বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশের অভিযোগে মামলাও দায়ের হয়েছে।

জানা গেছে, অঙ্কিতের প্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমার। গুগলে সার্চ করে তিনি অভিনেতার বাড়ির ঠিকানা পেয়ে যান। এরপর সাতপাঁচ না ভেবে সরাসরি চলে আসেন অভিনেতার বাড়ির সামনে।

কিন্তু সুযোগ বুঝে ভেতরে ঢুকতে গিয়েই ধরা পড়ে যান নিরাপত্তারক্ষীদের হাতে। এরপরই তাকে তুলে দেয়া হয় জুহু পুলিশের হাতে।

এরপর দীর্ঘক্ষণ জেরা করার পর তাকে গ্রেপ্তার করা হয়। আপাতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন অঙ্কিত। এমনটাই জানিয়েছেন ভারতের ডেপুটি কমিশনার পরমজিৎ সিং ধাহিয়া।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম