logo

বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১ | ৮ মাঘ, ১৪২৭

header-ad

‘আলিয়া তো করণ জোহরের হাতের পুতুল’

বিনোদন ডেস্ক | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৯

মুখের ওপর স্পষ্ট কথা বলেন। তাতে মাঝেমধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এবার তিনি সরাসরি আক্রমণ করলেন আলিয়া ভট্টকে। স্পষ্ট জানালেন, আলিয়ার কোনও নিজস্বতা নেই। তিনি পরিচালক কর্ণ জোহরের হাতের পুতুল।

কঙ্গনার অভিযোগ, কোনও সমস্যায় সহকর্মী হিসেবে তিনি আলিয়াকে পাশে পাননি। ‘মণিকর্নিকা’ মুক্তির আগেও আলিয়া কখনও কঙ্গনাকে সমর্থন করেননি। ‘‘আমি ব্যক্তিগত ভাবে আলিয়ার কাছে জানতে চেয়েছিলাম, মণিকর্ণিকা সংক্রান্ত বিতর্কে ওর কী মত। এটা তো আমার ব্যক্তিগত বিষয় নয়। একটা সিনেমা। কিন্তু সে সময় ও কোনও কথা বলেনি। আসলে ওর নিজের কিছু বলার ক্ষমতাই নেই। ও তো কর্ণ জোহরের হাতের পুতুল। সেই নিরিখে আলিয়াকে সফলও বলব না আমি।’’

যদিও আলিয়া তাঁর ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন। তাঁর কথায়, ‘‘কঙ্গনা নিশ্চয়ই আমাকে অপছন্দ করে না। কিন্তু ওর খারাপ লেগেছে, এমন কোনও আচরণ যদি আমি করে থাকি, তার জন্য ক্ষমা চাইছি।”

এর আগে কর্ণ জোহরের সঙ্গেও বিতর্কে জড়িয়েছিলেন কঙ্গনা। সেই রাগেই কি এবার নিশানা করলেন আলিয়াকে? প্রশ্ন উঠছে ইন্ডাস্ট্রির অন্দরেই।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/এমআরইউ