logo

বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১ | ৮ মাঘ, ১৪২৭

header-ad

সারা জীবন ধরে তোমাকেই খুঁজেছি, কাকে বললেন আনুশকা

বিনোদন ডেস্ক | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৯

নতুন মানুষকে খুঁজে পেলেন অনুশকা! আর তাকে পেয়ে অনুশকার উচ্ছাস ছড়িয়ে পড়ল গোটা নেট দুনিয়ায়। ট্যুইট রি-ট্যুইটে ভরে উঠল নেট দেওয়াল। ব্যাপারটা আর কিছুই নয়। হুবহু অনুশকার মত দেখতে গায়িকা জুলিয়া মিশেলকে। একদিকে অনুশকার ছবি, অন্যদিকে নিজের ছবি দিয়ে একটি পোস্ট করেছেন তিনি৷ বলাই বাহুল্য, সে পোস্ট নেটিজেনদের চোখ এড়ায়নি।

মঙ্গলবার জুলিয়ার করা ট্যুইটের উত্তর দেন অনুশকা। লেখেন- ওহ মাই গড! তোমাকেই খুঁজে এসেছি আমি সারা জীবন ধরে। এরকমই অবিকল দেখতে আরও ৫ জনকে খুঁজে চলেছি এখনও।

পরে নিজের 'যমজ'কে ইন্টারনেটের মাধ্যমে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন বলিউড তারকা আনুশকা শর্মা। সেই যমজ হলেন আমেরিকান গায়িকা জুলিয়া মাইকেল। তাদের দুজনের মুখের সাদৃশ্য অবাক করার মতই। চুলের রংয়ের পার্থক্য ছাড়া প্রায় একই দেখতে দুজনেই।

ফেমাসনিউজ ২৪/এসএ/কেআর