
মঙ্গলবার জুলিয়ার করা ট্যুইটের উত্তর দেন অনুশকা। লেখেন- ওহ মাই গড! তোমাকেই খুঁজে এসেছি আমি সারা জীবন ধরে। এরকমই অবিকল দেখতে আরও ৫ জনকে খুঁজে চলেছি এখনও।
পরে নিজের 'যমজ'কে ইন্টারনেটের মাধ্যমে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন বলিউড তারকা আনুশকা শর্মা। সেই যমজ হলেন আমেরিকান গায়িকা জুলিয়া মাইকেল। তাদের দুজনের মুখের সাদৃশ্য অবাক করার মতই। চুলের রংয়ের পার্থক্য ছাড়া প্রায় একই দেখতে দুজনেই।
ফেমাসনিউজ ২৪/এসএ/কেআর