logo

বুধবার, ১৫ জুলাই ২০২০ | ৩০ আষাঢ়, ১৪২৭

header-ad

ফের বিয়েবাড়ি, সাত পাকে বাঁধা পড়লেন এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯

তানিয়া শেঠের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন আজহার মোরানি। আজহার হলেন এন্টারটেনমেন্ট টাইকুন মোহাম্মদ মোরানির ছেলে। তানিয়ার সঙ্গে আজহারকে দেখে অনেকে এমনটাও বলছেন, নবদম্পতি সিনেমায় অভিনয় করলেও মন্দ নয়।

তানিয়া ও আজহারের বিয়েতে প্রথমেই এলেন বলিউডের ‘বজরঙ্গি ভাইজান’। এসেছিলেন সালমান খানের বিশেষ বন্ধু লুলিয়া ভান্টুরও। তার লেহেঙ্গা নজর কেড়েছে বি টাউন সেলেবদের।
এসেছিলেন এলি আব্রাহাম। তার লেহেঙ্গাটিও ছিল চমৎকার।

উর্বশী রাউতেলার বিশেষ উপস্থিতি নজর কেড়েছে ফ্যাশনিস্তাদের। পেস্তা রঙের সনতানী লেহেঙ্গায় সেজেছিলেন তিনি।

তবে সবার আগে নজর পড়েছিল রেখার উপরেই। বলিউড ডিভা রেখা পরেছিলেন কাঞ্জিভরমের তৈরি একটি বিশেষ পোশাক।

এসেছিলেন জুহি চাওলা, সূর্য পাঞ্চোলি, জিয়া মোরানি, নোরা ফতেহি, হিমেশ রেশমিয়া, মন্দনা কারিমি।

‘রাজা হিন্দুস্তানি’ ছবির প্রযোজক মোহাম্মদের ঘনিষ্ঠ শাহরুখ এসেছিলেন সংগীত সেরেমনিতেও। তানিয়ার সঙ্গে নাচের তালে পা মেলান তিনি।

সোনু নিগম গুরুতর অসুস্থ ছিলেন। সেরে উঠে স্ত্রী মধুরিমা নিগমের সঙ্গে এ সংগীত সেরেমনিতে এসেছিলেন তিনিও। সংগীত সেরেমনিতে এসেছিলেন অহনা কামরা, রবিনা ট্যান্ডন।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম