logo

বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১ | ৮ মাঘ, ১৪২৭

header-ad

মেয়ের বিয়েতে নেচে মাতালেন রজনীকান্ত, মুহূর্তেই ভাইরাল ভিডিও!

বিনোদন ডেস্ক | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৯

ছোট মেয়ে সৌন্দর্যের বিয়ে। গত শনিবার অনুষ্ঠিত হয় যৌথ সঙ্গীত ও মেহেদী অনুষ্ঠান। মেয়ের বিয়েতে বেশ আনন্দ করলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত।

সম্প্রতি এই আসরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এখানে দেখা যাচ্ছে জমিয়ে নেচে চলেছেন রজনীকান্ত।

অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। গায়ে হলুদ, মেহেদি অনুষ্ঠানের পর এবার হবে বিয়ের অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে অভিনেতা কমল হাসানের আসার কথা। এ ছাড়াও থাকবেন রজনীকান্তের আমন্ত্রণ পাওয়া এক ঝাঁক তারকা।

সৌন্দর্যের বরের নাম বিশাগণ ভানঙ্গামুদি। বিশাগণ একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক এবং অভিনেতাও।

সম্প্রতি মনোজ ভীদার চলচ্চিত্র ‘ভানজগর উলাগামে’ তাকে দেখা গেছে। রজনীকান্তের দুই মেয়ের মধ্যে ছোট। সৌন্দর্য গ্রাফিক ডিজাইনার এবং চলচ্চিত্র নির্মাতা। ধনুষ ও কাজল অভিনীত ‘ভেলাইলা পট্টাধারী ২’ সিনেমার নির্দেশনা দেন তিনি।

জানা গেছে, সৌন্দর্য ও বিশাগণ দুজনেরই দ্বিতীয় বিয়ে এটি। সৌন্দর্যের একটি ছেলেসন্তান রয়েছে।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি