logo

শনিবার, ২৩ জানুয়ারি ২০২১ | ৯ মাঘ, ১৪২৭

header-ad

হুট করেই বাগদান সারলেন পরীমনি-তামিম!

বিনোদন প্রতিবেদক | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৯

ভালোবাসা দিবসে বাগদান হয়ে গেল চিত্রনায়িকা পরীমনি ও তামিম হাসানের। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি তাদের প্রেম হয়। আর ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি তাদের বাগদান সম্পন্ন হয়।

গতকাল বৃহস্পতিবার ছিল বিশ্ব ভালোবাসা দিবস। আর বাগদানের জন্য এ দিনটিই বেছে নেন তারা। পরীমনি জানান, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে পরীমনি আরও বলেন, দুই পরিবারের উপস্থিতিতে বাসায় বসে বাগদান হয়েছে আমাদের। এখনো অনেকগুলো প্রোগ্রাম বাকি। সেগুলো সবাইকে সঙ্গে নিয়ে করতে চাই।’

কবে হচ্ছে বিয়ে? অনেকটা ঠাট্টার ছলেই পরীমনি বললেন, ‘কোনো এক ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে।’

উল্লেখ্য, তামিম হাসান একটি জাতীয় দৈনিক পত্রিকার বিনোদন প্রধানের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া, একটি বেসরকারি রেডিও স্টেশনের জনপ্রিয় অনুষ্ঠান 'লাভগুরু'র উপস্থাপক।

তামিম হাসান সবার কাছে 'লাভগুরু' হিসেবেই বেশি পরিচিত।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি